Vivo X90 Pro: ভিভো এক্স৯০ প্রো ফোন চলতি বছর এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল ভারতে। সম্প্রতি এই ফোনের দাম একধাক্কায় ১০ হাজার টাকা কমেছে। বর্তমানে ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro) ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪,৯৯৯ টাকা। লঞ্চের সময় এই মডেলের দাম ছিল ৮৪,৯৯৯ টাকা। কালো রঙে এই ফোন লঞ্চ হয়েছিল। জানা গিয়েছে, দাম কমের পর এই ফোন অ্যামাজন, ফ্লিপকার্ট দু'জায়গা থেকেই কেনা যাবে। গত ২০ অক্টোবর ভিভো সংস্থা তাদের এই ক্যামেরা ফোকাসড ফোনের দাম ১০ হাজার টাকা কমেছে বলে ঘোষণা করেছে। ভিভো এক্স৯০ প্রো ফোনের রয়েছে একটি AMOLED 3D কার্ভড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হয় মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্রসেসরের সাহায্যে। এর সঙ্গে রয়েছে ভিভো সংস্থা ভি২ চিপ। Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউল রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX 989 ১-ইঞ্চি সেনসর রয়েছে। এছাড়াও ভিভো এক্স৯০ প্রো ফোনে রয়েছে ৪৮৭০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভিভো এক্স৯০প্রো ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৩ বেসড FunTouch OS 13- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED 3D কার্ভড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- ভিভো এক্স৯০ প্রো ফোনে একটি অক্টা-কোর ৪ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ভিভো সংস্থার ভি২ চিপ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ১২ জিবি র্যাম।
- এই ফোনের Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX 989 ১-ইঞ্চি সেনসর। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। আর রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX 758 সেনসর এবং ১২ মেগাপিক্সেলের Sony IMX 663 সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- ভিভো এক্স৯০ প্রো ফোনে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। এছাড়াও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা কম।
- এই ফোনে ৪৮৭০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট।
আরও পড়ুন- রয়্যাল এনফিল্ডের ৩টি বাইক বাজারে আসতে চলেছে, ৭ নভেম্বর লঞ্চ হবে হিমালয়ান ৪৫২