Vivo X90 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৯০ সিরিজ (Vivo X90 Series)। ভিভো সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে একথা ঘোষণা করা হয়েছে। সম্ভবত ২৬ এপ্রিল এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। এবছরের শুরুর দিকেই ভিভো এক্স৯০ সিরিজ ভারতে আসবে একথা শোনা গিয়েছিল। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, ভিভো এক্স৯০ সিরিজে দুটো ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হতে পারে। ভিভো এক্স৯০ (Vivo X90) এবং ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে পারে। এই স্মার্টফোন সিরিজের আরও একটি ফোন ভিভো এক্স৯০ প্রো প্লাস ৫জি চিনে লঞ্চ হয়েছিল। তবে আপাতত এই মডেল ভারতে লঞ্চ হবে না।


ভিভো ইন্ডিয়ার অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে এই ফ্ল্যাগশিপ সিরিজের ফোনের রেয়ার প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। ভিভো এক্স৯০ সিরিজের ফোনে Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এর আগে ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো- এই দুই ফোন মালয়েশিয়ায় লঞ্চ হয়েছিল। এবার ভারতে একই মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে। একই হার্ডওয়্যার থাকার সম্ভাবনা রয়েছে। 


ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো- এই দুই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন



  • এই দুই ফোনে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। ডিসপ্লেতে থাকতে পারে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। 

  • ভিভো এক্স৯০ সিরিজের আসন্ন দুই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটী ৯২০০ প্রসেসর এবং ভিভো ভি২ কাস্টোমাইজড চিপ যা ইমেজ প্রসেসিংয়ে কাজে লাগবে। 

  • অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13 out-of-the-box- এর সাহায্যে পরিচালিত হতে পারে ভিভো এক্স৯০ সিরিজের দুটো ফোন। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। 

  • ভিভো এক্স৯০ প্রো ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের Sony IMX989 ১ ইঞ্চির ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের 50mm IMX758 portrait sensor এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকতে পারে।

  • ভিভো এক্স৯০ সিরিজের প্রো ফোনে ৪৮৭০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে।

  • ভিভো এক্স৯০ ৫জি ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের একটি Sony IMX866 মেন ক্যামেরা সেনসর, ১২ মেগাপিক্সেলের ৫০ মিলিমিটারের পোর্ট্রেট ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। এ

  • ভিভো এক্স৯০ ফোনে থাকতে পারে একটি ৪৮১০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোন, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে?