Vivo Y02: ভিভোর নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে (Vivo Smartphone)। ভিভো ওয়াই সিরিজের ফোন (Vivo Y Series) ভিভো ওয়াই০২ (Vivo Y02) লঞ্চ হয়েছে। ভিভোর এই ৪জি ফোনে (4G Phone) রয়েছে একটি ৬.৫১ ইঞ্চির HD+Full View ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর। ভিভো ওয়াই০২ ফোনে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারিও রয়েছে। তার সঙ্গে ফোনের ব্যাক প্যানেলের রয়েছে ৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। দুটো রঙে এবং ১টিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ সাপোর্ট নিয়ে লঞ্চ হয়েছে ভিভোর নতুন ফোন। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব ফোনের স্টোরেজের পরিমাণ।


ভিভো ওয়াই০২ ফোনের দাম


ভিভো ওয়াই সিরিজের নতুন ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। অর্কিড ব্লু এবং কসমিক গ্রে- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই০২ ফোন। ভিভো ই-স্টোরের পাশাপাশি অফলাইন রিটেল স্টোর থেকেই এই ফোন কেনা যাবে। কোনও ই-কমার্স সংস্থা থেকে এই ফোন কেনা যাবে কিনা তা নিশ্চিত ভাবে জানা যায়নি। 


ভিভো ওয়াই০২ ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন



  • এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন ভিত্তিক Funtouch OS 12- এর সাহায্যে। এই ফোনে একটি Eye Protection Mode যুক্ত ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের একটি কাটআউট। সেখানে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • অনুমান এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম। এছাড়াও এই ফোনে ৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর ছাড়াও ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনের ৩২ জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। একটি Face Wake ফিচার রয়েছে ভিভো ওয়াই০২ ফোনে। অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা সেনসরের সাহায্যে আপনি ফোন লক-আনলক করতে পারবেন। 

  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড ও ৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। ভিভো ওয়াই সিরিজের নতুন ফোনের ওজন প্রায় ১৮৬ গ্রাম। 


Tecno Pova 4: টেকনো পোভা ৪ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৭ ডিসেম্বর। টেকনো সংস্থা তাদের এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিন ঘোষণা করেছে। গেমারদের জন্য এই নতুন ফোন লঞ্চ করতে চলেছে টেকনো সংস্থা। জানা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। এই প্রসেসরের সঙ্গে যুক্ত থাকবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনে থাকবে ডুয়াল গেম ইঞ্জিন। শোনা গিয়েছে, অ্যামাজন থেকে টেকনো পোভা ৪ ফোন কেনা যাবে। এই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই ফোনে ১০ ঘণ্টা কথা বলার জন্য ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে। শোনা গিয়েছে, টেকনো পোভা ৪ ফোনে একটি ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১২- র সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের AI ভিত্তিক ক্যামেরা সেনসর থাকতে পারে।


আরও পড়ুন- মোবাইল থেকে ছবি-ভিডিও মুছে ফেলেছেন? টেনশন না করে মেনে চলুন এই টিপসগুলি