Vivo Y100: ফেব্রুয়ারি মাসে ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভিভো (Vivo Smartphones) সংস্থা। শোনা যাচ্ছে, আগামী মাসে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই১০০ (Vivo Y100) ফোন। এর সঙ্গে ভিভো ওয়াই৫৬ ফোনও লঞ্চ হতে পারে। সম্প্রতি ভিভো ওয়াই১০০ ফোন সম্পর্কে সম্ভাব্য কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাহায্যের পরিচালিত হতে পারে এই ফোন। স্লিম ডিজাইনে লঞ্চ হতে পারে এই ফোন। ওজনেও হাল্কা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে Colour Changing Rear Panel। সম্ভবত এই ফোনই প্রথম ভিভো ফোন হতে চলেছে যেখানে দুটো কালার চেঞ্জিং অপশন থাকতে পারে। 


ভিভো ওয়াই১০০ ফোনের সম্ভাব্য দাম


ফেব্রুয়ারি মাসে এই ফোন ভারতের বাজারে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনের দাম ২৭ হাজার টাকার আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। দুটো কালার চেঞ্জিং ভ্যারিয়েন্ট কালো এবং সোনালি রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


ভিভো ওয়াই১০০ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এটি একটি ৫জি ফোন হতে চলেছে। ডুয়াল সিমের স্লট থাকতে পারে এই ফোনে। এছাড়াও একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০ চিপসেট থাকতে পারে ভিভো ওয়াই১০০ ফোনে। 

  • ভিভো ওয়াই সিরিজের এই ফোনে ৬ ইঞ্চির HDR10+ AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন।

  • ভিভোর আসন্ন এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি লেন্স থাকার সম্ভাবনা রয়েছে।

  • ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একটি হোল পাঞ্চ কাট আউটে এই ক্যামেরা সেনসর সেট করা থাকবে। 


OnePlus Smartphone: ফেব্রুয়ারি মাসেও বেশ কিছু ফোন ভারতের বাজারে ডেবিউ করতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R 5G) ফোন। ভারতে এই ফোন লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস ১০আর ৫জি- র সাকসেসর মডেল হিসেবে। ওয়ানপ্লাসের আসন্ন এই প্রিমিয়াম (OnePlus Premium Smartphone) ফোনে কী কী ফিচার থাকতে পারে তার আভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ফোনের ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ওয়ানপ্লাস আর সিরিজের এই স্মার্টফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। গ্রে এবং গ্যালাক্টিক সিলভার- এই দুই রঙের শেডে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোন। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। 


আরও পড়ুন- শাওমি গ্রুপ থেকে সরলেন মনু কুমার জৈন, ৯ বছরের সম্পর্কে ইতি