Vivo Smartphones: ভিভো ওয়াই২০০ই (Vivo Y200e) ফোন ভারতে চলতি মাসে ফেব্রুয়ারিতেই লঞ্চ হবে এই আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ। ভিভো ওয়াই২০০ই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২২ ফেব্রুয়ারি। এই ফোনের জন্য একটি প্রোডাক্ট পেজ (Product Page) লাইভ হয়েছে ভিভো সংস্থার ওয়েবসাইটে। নীল এবং কমলা রঙে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২০০ই ফোন। ডায়মন্ড ব্ল্যাক এবং স্যাফরন ডিলাইটস- এই দুই শেডে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন। গতবছর অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর মাসে ভিভো ওয়াই২০০ ফোন ভারতে লঞ্চ হয়েছিল। সেই সিরিজেই যুক্ত হতে চলেছে নতুন মডেল ভিভো ওয়াই২০০ই। 


ভিভো ওয়াই২০০ই ফোনের অরেঞ্জ শেডের ভ্যারিয়েন্টে ফোনের রেয়ার প্যানেলে থাকতে চলেছে ভেগান লেদার ফিনিশ এবং একটি সেলাই করা ক্রিস-ক্রস প্যাটার্ন। অন্যদিকে ব্লু ভ্যারিয়েন্টের ক্ষেত্রে টেক্সচার যুক্ত ফিনিশ পাওয়া যাবে। তবে এই ফোনের রেয়ার প্যানেলে লেদার ফিনিশের পরিবর্তে প্লাস্টিক দেখা যাবে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে ভিভো ওয়াই২০০ই ফোনে। ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার ক্যামেরা মোডিউলের মধ্যে গোলাকার ক্যামেরা সেনসর ইউনিট থাকবে। ফোনের রেয়ার প্যানেলে লম্বালম্বি সাজানো থাকবে ক্যামেরা সেনসর। এছাড়াও থাকবে ছোট গোলাকার এলইডি ফ্ল্যাশ। 


ভিভো ওয়াই২০০ই ৫জি ফোনের দাম কত হতে পারে


এর আগে এক টিপস্টার দাবি করেছিলেন, ভিভো ওয়াই সিরিজের নতুন ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যেই হবে। ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে ফোন। ভিভো ওয়াই২০০ই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। 


ভিভো ওয়াই২০০ই ফোনে কী কী ফিচার থাকতে পারে



  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৩ কিংবা অ্যান্ড্রয়েড ১৪ বেসড ইউজার ইন্টারফেজের সাপোর্ট।

  • ভিভো ওয়াই২০০ই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

  • ভিভো ওয়াই২০০৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকার কথা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্টিরিও স্পিকার থহাকতে পারে এই ফোনে। এই ফোনে একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস থাকতে পারে। 


আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন ফোন, তাক লাগাবে ফিচার