Vivo Y22: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন ভিভো ওয়াই২২ (Vivo Y22)। যদিও এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। তবে শোনা যাচ্ছে, সেপ্টেম্বর মাসেই দ্বিতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২২ ফোন। ইতিমধ্যেই টিপস্টার পারস গগলানি ভিভোর এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছেন।


ভিভো ওয়াই২২ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন



  • এই ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকতে পারে। শোনা যাচ্ছে এই ফোনে একটি IPS LCD ডিসপ্লে থাকতে পারে।

  • ভিভো ওয়াই২২ ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি স্ন্যাপার থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে।

  • শোনা যাচ্ছে, ভিভো ওয়াই২২ একটি বাজেট স্মার্টফোন হতে চলেছে। এখানে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টা-কোর চিপসেট বা প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

  • ভিভো ওয়াই২২ ফোনে থাকতে পারে মাইক্রো এসডি কার্ড যার সাহায্যে ইন্টারনাল স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। এছাড়াও এই ফোনে থাকতে পারে র‍্যাম প্লাস ফিচার। ভার্চুয়াল র‍্যামের ক্ষেত্রে এই ফিচার ব্যবহার করা হবে। ফোনের অব্যবহৃত ইন্টারনাল স্টোরেজ র‍্যাম হিসেবে ব্যবহার করা হবে এই ফিচারের সাহায্যে। এর ফলে ফোন স্লো হওয়া বা হ্যাং যাওয়ার সমস্যা কমে যাবে।

  • ভিভো ওয়াই সিরিজের আসন্ন এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তবে ফাস্ট চার্জিং ফিচার থাকবে কিনা তা এখনও জানা যায়নি। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে ভিভো ওয়াই২২ ফোনে।


ভিভো ওয়াই২২ ফোনের সম্ভাব্য দাম


খুব তাড়াতাড়ি সম্ভবত আগামী সপ্তাহে ভিভো ওয়াই২২ ফোনে ভারতে লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, এই ফোনের দাম হতে পারে ১২ হাজার টাকার আশপাশে। হয়তো বেস ভ্যারিয়েন্টের দাম এতটা কম হবে। কোন কোন ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে তা জানা যায়নি। স্টারলাইট ব্লু এবং সবুজ রঙে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২২ ফোন।


আরও পড়ুন- ভারতে আসছে রেডমির নতুন ফোন, ৬ সেপ্টেম্বর লঞ্চ হবে রেডমি এ১