Vivo Y28s 5G: ভারতে দাম কমল ভিভো- র ওয়াই সিরিজের (Vivo Y Series Phone) একটি ফোনের। এবছর জুলাই মাসে ভিভো ওয়াই২৮ই ৫জি ফোনের (Vivo Y28 5G) সঙ্গে লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই২৮এস ৫জি মডেল (Vivo Y28s 5G)। এই দ্বিতীয় মডেলটির দাম কমেছে দেশে। ৫০০ টাকা কমে ভিভো ওয়াই২৮এস ৫জি ফোন এবার কেনা যাবে। বর্তমানে তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন পাওয়া যাবে। ভিভোর এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার। ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন রয়েছে এই ফোনে। 


ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনের নতুন দাম কত, আগেই বা কত ছিল, দেখে নিন 


এই ফোনের ৪ জিবি র‍্যাম যুক্ত মডেলের নতুন দাম ১৩,৪৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম যুক্ত দুই মডেলের নতুন দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা এবং ১৬,৪৯৯ টাকা। এই তিনটি মডেলেই রয়েছে ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ। ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে কেনা যাবে এই ফোন। লঞ্চের সময় ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম যুক্ত মডেলের দাম ছিল ১৩,৯৯৯ টাকা। এর পাশাপাশি ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম যুক্ত দুই মডেলের দাম যথাক্রমে ১৫,৪৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকা। 


ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 



  • এই ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- এর সাপোর্টে পরিচালিত হবে এই ফোন। 

  • ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ০.০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

  • ভিভোর এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে ইউএসবি টাইপ-সি পোর্টের সাহয্যে চার্জ দেওয়া যাবে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না। 


আরও পড়ুন- ফোনের পিছনেও রয়েছে ডিসপ্লে, ভারতে হাজির লাভা অগ্নি ৩, আর কী কী চমক রয়েছে এই ফোনে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।