Vivo Smartphone: ভারতে ভিভো ওয়াই৩৫ (Vivo Y35) ফোনের দাম কমেছে ১৫০০ টাকা। ভিভো অনলাইন স্টোরে (Vivo Online Store) এই ছাড় পাওয়া যাবে। লঞ্চের সমস্য ভিভো ওয়াই৩৫ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৮,৪৯৯ টাকা। ২০২২ সালের অগস্ট মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। ভিভোর এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ভিভো ওয়াই৩৫ ফোনে extended RAM ফিচার রয়েছে। ইনবিল্ট ৮ জিবি র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 


বর্তমানে ভিভো ওয়াই৩৫ ফোন কেনা যাবে ১৬,৯৯৯ টাকায়। এই ১৫০০ টাকা ছাড়ের পরেও থাকছে এক্সচেঞ্জ অফার। পুরনো যে ফোনের পরিবর্তে নতুন ফোন কিনতে যাবেন, সেখানে পুরোনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে ছাড়ের পরিমাণ। এছাড়াও আইসিআইসিআই অথবা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই ফোন কেনা হলে ক্রেতারা আরও ৫০০ টাকা ছাড় পাবেন। 


ভিভো ওয়াই২৫ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন 



  • এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে। 

  • এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।

  • এই ফোনের ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে।

  • এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে।

  • আর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেনসর, ফেস আনলক ফিচার রয়েছে। 


iQoo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) কোম্পানির একটি নতুন ৫জি (5G) ফোন। জানা গিয়েছে, ৪ জুলাই ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ প্রো ৫জি (iQoo Neo 7 Pro 5G) ফোন। এই ফোনের ক্ষেত্রে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন লক্ষ্য করা যাবে বলে জানা গিয়েছে। কমলা রঙের শেডে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে, এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, আইকিউওও নিও ৭ রেসিং এডিশনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, এই ফোনের দাম দেশে হতে পারে ৩৮ হাজার থেকে ৪২ হাজার টাকার মধ্যে। ভারতে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোন কোন কোন র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি।


আরও পড়ুন- পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?