Whatsapp Update: অ্যান্ড্রয়েড ইউজারদের (Android Users) জন্য নতুন আপডেট রিলিজ করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp Update) কর্তৃপক্ষ। মেন পেজে লুক বদল হয়েছে। এখানে পরিবর্তন হিসেবে এসেছে অতুন লেআউট। সেখানে চ্যাট, কল- এইসব ট্যাবে পরিবর্তন লক্ষ্য করা যাবে। এছাড়াও হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে চ্যাট লক ফিচার, WearOS সাপোর্ট এবং স্টেটাসের জন্য নতুন টুল- এইসব ফিচার লক্ষ্য করা যাবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অন থাকলেও গুরুত্বপূর্ণ মেসেজ সেভ করে রাখতে পারবেন ইউজাররা। আপাতত এইসব ফিচারের রোল আউট শুরু হয়েছে। ধাপে ধাপে সুবিধা পাবেন সব ইউজার। প্রাথমিক ভাবে একটু সময়সাপেক্ষ বিষয় এটি। 


অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপ যে আপডেট রোল আউট করেছে সেখানে কী কী ফিচার দেখা যাবে একনজরে জেনে নেওয়া যাক


হোয়াটসঅ্যাপের নতুন লেআউট- মূল হোয়াটসঅ্যাপ উইন্ডোতে লেআউট বদলে দেওয়ার পাশাপাশি আর কিছুই পরিবর্তন হয়নি। চ্যাট, কল, কমিউনিটি এবং স্টেটাস বার দেখা যাবে মেন পেজের নীচে। ইউজারদের ক্ষেত্রে এইসব ফিচার অ্যাকসেস করতে এবার থেকে আরও সুবিধা হবে।  


চ্যাট লক ফিচার- আগে হোয়াটসঅ্যাপে পুরো অ্যাপ লক করে রাখার সুবিধা পাওয়া যেত। এবার থেকে নির্দিষ্ট চ্যাট লক করে রাখার সুবিধা পাওয়া যাবে। এর ফলে আরও সুরক্ষিত থাকবে ইউজারদের হোয়াটসঅ্যাপ চ্যাট। 


WearOS সাপোর্ট- যেসমস্ত ইউজার WearOS সাপোর্ট যুক্ত স্মার্টওয়াচ ব্যবহার করেন, তাঁরা নিজেদের ডিভাইসে এই নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন। অর্থাৎ ওয়ারেবল ডিভাইস থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। 


ডিসঅ্যাপিয়ারিং মেসেজে নতুন ফিচার- সাধারণত ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হোয়াটসঅ্যাপের কোনও চ্যাটের ক্ষেত্রে চালু করা থাকলে সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত চ্যাট বক্সে মেসেজ থাকে। তারপর মেসেজ ডিলিট হয়ে যায়। এক্ষেত্রে অনেকসময়েই গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এবার ডিসঅ্যাপিয়ারিং মেসেজের ক্ষেত্রেও 'কিপ' বলে একটি ফিচার চালু হচ্ছে। এর মাধ্যমে চ্যাটবক্সে গুরুত্বপূর্ণ মেসেজ রেখে দিতে পারবেন ইউজাররা। 


হোয়াটসঅ্যাপ স্টেটাসে নতুন টুল- হোয়াটসঅ্যাপের নতুন অ্যাড্রয়েড আপডেটে টেক্সট ওভারলে টুলসের পাশাপাশি আপডেটেড ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড কালার এইসব ফিচারের সাপোর্টও পাওয়া যাবে। 


GIFs- এর ক্ষেত্রে নতুন আপডেট- হোয়াটসঅ্যাপে নতুন আপডেটে ইউজারদের আর GIFs অপশনে ট্যাপ করতে হবে না। কারণ হোয়াটসঅ্যাপ চ্যাট খোলার পর এই অপশন নিজে থেকেই প্লে হবে। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে নতুন ইমোজিও আসছে।


আরও পড়ুন- আপনার কি হঠাৎ করেই মনখারাপ হয়? মুড ভাল রাখতে এই কাজগুলো করে দেখতে পারেন