Vivo Y36 4G: ভিভো ওয়াই৩৬ ৪জি (Vivo Y36 4G) ফোন ভারতে লঞ্চ হতে পারে জুন মাসে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। গত মাসে অর্থাৎ মে মাসে এই ফোন ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছিল (Vivo Smartphone)। ভিভো ওয়াই৩৬ ৪জি ফোনের ইন্দোনেশিয়ার ভ্যারিয়েন্টে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর পাশাপাশি রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং একটি সেলফি ক্যামেরা সেনসর। তিনটি রঙ এবং একটি স্টোরেজ কনফিগারেশনে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছিল এই ফোন। সম্প্রতি এক টিপস্টার ভিভো ওয়াই৩৬ ৪জি ফোন লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ, দাম এবং কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে। একনজরে সেগুলো দেখে নেওয়া যাক। 


ভিভো ওয়াই৩৬ ৪জি ফোনের সম্ভাব্য দাম


ভারতে এই ফোন কালো এবং সোনালি রঙে লঞ্চ হতে পারে। এই মডেলের দাম ১৮ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে হতে চলেছে বলে শোনা গিয়েছে। তবে ভারতে ভিভো ওয়াই৩৬ ৪জি ফোন কোন কোন র‍্যাম বা স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে তা জানা যায়নি এখনও। 


ভিভো ওয়াই৩৬ ৪জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার 



  • এই ফোনে ৬.৬৪ ইচির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। 

  • এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ এবং FunTouchOS 13 out-of-the-box- এর সাপোর্ট থাকতে পারে।

  • ভিভো ওয়াই সিরিজের আসন্ন ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। চৌকো আকৃতির ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকতে পারে। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে এই ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। শূন্য থেকে ৩০ শতাংশ চার্জ হবে মাত্র ১৫ মিনিটে। 


iQoo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) কোম্পানির একটি নতুন ৫জি (5G) ফোন। জানা গিয়েছে, ৪ জুলাই ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ প্রো ৫জি (iQoo Neo 7 Pro 5G) ফোন। এই ফোনের ক্ষেত্রে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন লক্ষ্য করা যাবে বলে জানা গিয়েছে। কমলা রঙের শেডে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখার জন্য কী কী খাবার রোজ খেতে পারেন? রইল তালিকা