Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই সিরিজের নতুন ৫জি ফোন। এবার হাজির ভিভো ওয়াই৪০০ ৫জি মডেল। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভো ওয়াই৪০০ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকছে। এছাড়াও ভিভোর এই ফোনে একটি AMOLED ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। 

ভারতে ভিভো ওয়াই৪০০ ৫জি ফোনের দাম 

এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৩,৯৯৯ টাকা। গ্ল্যাম হোয়াইট এবং অলিভ গ্রিন- এই দুই রঙে ভিভো ওয়াই৪০০ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। ৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে বিক্রি। কেনা যাবে ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্দিষ্ট অফলাইন রিটেল স্টোর থেকে। 

এই ফোন কেনার সময় এসবিআই। ডিবিএস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ববকার্ড এবং ফেডেরাল ব্যাঙ্কের কার্ড থাকলে, ক্রেতারা ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও ভিভো সংস্থা ১০ মাসের ইএমআই পরিষেবা দেবে ক্রেতাদের যেখানে জিরো ডাউন পেমেন্ট সুবিধাও থাকছে। 

ভিভোর এই ফোনে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরায় ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। এই ফোনের ওজন ১৮৯ গ্রাম এবং ফোনটি ৭.৯৯ মিলিমিটার পুরু। 

ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো 'ভি' সিরিজের নতুন ফোন। এটি একটি ৫জি মডেল হতে চলেছে। এবার দেশে লঞ্চ হবে ভিভো ভি৬০ ৫জি ফোন। আগামী ১২ অগস্ট দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। তিনটি রঙে ভিভো 'ভি' সিরিজের নতুন ৫জি ফোন দেশে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভিভো ভি৫০ ফোনের সাকসেসর হিসেবে ভিভো ভি৬০ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবছর ফেব্রুয়ারি মাসে ভিভো ভি৫০ ফোন দেশে লঞ্চ হয়েছে।