Vivo Smartphones: ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) ফোন ভিভো ওয়াই৫৬ ৫জি (Vivo Y56 5G) চলতি বছরের শুরুর দিকে লঞ্চ হয়েছিল ভারতে। এবার নতুন র‍্যাম এবং স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে এই ফোন। নতুন ভ্যারিয়েন্টে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এর আগে প্রথমবার লঞ্চের সময় ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই৫৬ ৫জি ফোন। তার দাম ছিল ১৯,৯৯৯ টাকা। আর নতুন ভ্যারিয়েন্টের দাম আগের থেকে কিছুটা কম ১৬,৯৯৯ টাকা। ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট। Funtouch OS 13- এর সাহায্যে পরিচালিত হয় এই ফোন। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর রয়েছে ভিভোর এই ফোনে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। Black Engine এবং Orange Shimmer- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৫৬ ৫জি ফোন। এই ফোন কেনা যাবে ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট ও অ্যামাজন থেকে। 


ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে



  • এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলইউশন যুক্ত এলসিডি স্ক্রিন। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স রয়েছে।

  • ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। ফোনের সাইডের অংশে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, ওটিজি, এফএম রেডিও, টাইপ-সি ইউএসবি পোর্টের সাপোর্ট।


গুগল পিক্সেল ৮ সিরিজ


গুগল পিক্সেল ৮ সিরিজ (Google Pixel 8 Series) লঞ্চ হতে চলেছে ৪ অক্টোবর। এই স্মার্টফোন সিরিজে গুগল পিক্সেল ৮ (Google Pixel 8), গুগল পিক্সেল ৮ প্রো (Google Pixel 8 Pro)- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো- এই দুই ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৮ সিরিজের ফোন। আগের মডেলের তুলনায় নতুন ফোনে আপডেটেড এবং আপগ্রেডেড ফিচার ও স্পেসিফিকেশন থাকবে বলে অনুমান করা হচ্ছে। গত বছরও অক্টোবর মাসেই লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ৭ সিরিজ। চলতি বছরেও অক্টোবর মাসেই গুগল পিক্সেল ৮ সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে। আপাতত ভারতে গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো- এই দুই ফোন লঞ্চের কোনও খবর জানা যায়নি।


আরও পড়ুন- পুজোর আগেই দুঃখের খবর! একগুচ্ছ ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ