Vivo Smartphones: ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন (Vivo Y58 5G) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের অন্যতম বিশেষ ফিচার হল সানলাইট ডিসপ্লে (Sunlight Display)। অর্থাৎ উজ্জ্বল দিনে কিংবা রোদের মধ্যেও ফোনের ডিসপ্লেতে থাকা সবকিছু স্পষ্টভাবে দেখা যাবে। একটি ধাতব চকচকে ফ্রেম রয়েছে যা ভিভো ওয়াই৫০ ৫জি ফোনকে দামি ফোনের লুক দেবে। ফোনের স্ক্রিনে থাকছে ভিভো-র Aura Light ফিচার। একবার চার্জ দিলে এই ফোনের ব্যাটারি দীর্ঘক্ষণ চালু থাকবে। অর্থাৎ ব্যাটারি চার্জ ধরে রাখতে সক্ষম। অন্যদিকে ভাল মানের ক্যামেরা ফিচারও রয়েছে এই ফোনে। 


ভারতে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনের দাম কত, কী কী অফার রয়েছে, কোথা থেকে কেনা যাবে- দেখে নিন 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৯,৪৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। এসবিআই- এর কার্ডে ১৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। এই অফার প্রযোজ্য রয়েছে ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড, আইডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে। বর্তমানে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন কেনা যাবে ভিভো-র অনলাইন স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট এবং সংস্থার পার্টনার রিটেল স্টোর থেকে। একটি লো-কস্ট প্ল্যানও রয়েছে ক্রেতাদের কথা ভেবে। সেখানে প্রতিদিন ৩৫ টাকার বিনিময়ে আপনি এই ফোন কিনতে পারেন। এছাড়াও থাকছে ভি শিল্ড প্রোটেকশনের উপর অফার। 


ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একঝলকে 



  • এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • ভিভো সংস্থার Sunlight Display প্রযুক্তির সাপোর্ট রয়েছে এই ফোনে। সরাসরি সূর্যালোকে থাকলেও স্ক্রিন দেখা যাবে স্পষ্টভাবে। 

  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর রয়েছে। 

  • এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনস্র রয়েছে। 

  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। 


আরও পড়ুন- মাত্র ৫ মিনিটে ফোনে চার্জ হবে ৫০ শতাংশ, রিয়েলমির নতুন ফোনে রয়েছে প্রচুর এআই ফিচার 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।