Realme Smartphones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৬ ফোন (Realme GT 6)। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট রয়েছে। এই ফোনের (Realme Phones) মূল আকর্ষণ এআই যুক্ত বিভিন্ন ফিচার। রিয়েলমি জিটি ৬ ফোন, রিয়েলমি সংস্থার প্রথম স্মার্টফোন যেখানে জেনারেটিভ এআই যুক্ত ফিচার রয়েছে। এই ফোনে রয়েছে একটি AMOLED ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি জিটি ৬ ফোনে। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। রিয়েলমি জিটি ৬ ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে।
ভারতে রিয়েলমি জিটি ৬ ফোনের দাম কত এবং কী কী রঙে লঞ্চ হয়েছে এই ফোন, দেখে নিন
রিয়েলমি জিটি ৬ ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। অন্যদিকে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা। ফ্লুইড সিলভার এবং রেজর গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৬ ফোন।
রিয়েলমি জিটি ৬ ফোন কেনার ক্ষেত্রে কী কী অফার পাবেন আপনি, জেনে নিন
ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই ফোনের জন্য প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। আপনি রিয়েলমি জিটি ৬ ফোনের প্র-বুকিং করতে পারবেন ২৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। যাঁরা প্রি-অর্ডার করবেন রিয়েলমির এই ফোনে তাঁরা পাবেন ৬ মাসের জন্য স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন পরিষেবা পাবেন। এছাড়াও ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অফার রয়েছে ৪০০০ টাকা পর্যন্ত। এক্সচেঞ্জ অফার হিসেবে রিয়েলমি আরও অতিরিক্ত ১০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। ১২ মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশন পাবেন ক্রেতারা।
রিয়েলমি জিটি ৬ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি 8T LTPO AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এই স্ক্রিনে পাবেন ডলবি ভিশন সাপোর্ট।
- রিয়েলমি জিটি ৬ ফোনে রয়েছে একটি 3D tempered dual VC সিস্টেম। এটি আসলে একটা কুলিং সিস্টেম যা ডিভাইস ঠান্ডা রাখতে সাহায্য করে।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে আরও একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর এবং একটা ৮ মেগাপিক্সেলের সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ডুয়াল মাইক্রোফোন রয়েছে এই ফোন। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। রিয়েলমি সংস্থার দাবি মাত্র ১০ মিনিট চার্জ দিলে শূন্য থেকে এই ফোনে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। আর শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ দিতে লাগবে ২৮ মিনিট।
আরও পড়ুন- ওয়ানপ্লাসের 'ওয়াটারপ্রুফ' ফোন কিনবেন? দেখে নিন কী কী অফার পাবেন আপনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।