Vodafone-idea Update: প্রায় 8000 সিম কার্ড ব্লক করল টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া (Vodafone-idea)। সাইবার পুলিশের নির্দেশেই এই কাজ করেছে কোম্পানি। সম্প্রতি মধ্যপ্রদেশের সাইবার পুলিশ বিভিন্ন টেলিকম সংস্থাকে জাল পরিচয়পত্র দিয়ে তোলা সিম কার্ড ব্লক করার নির্দেশ দিয়েছিল। এরপরই এই কড়া পদক্ষেপ নিয়েছে ভি (Vi)।


Cyber Crime: ১.৭৫ লক্ষ টাকার প্রতারণার মামলা


আসলে এই মামলাটি 2020 সালের। যেখানে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে একটি গাড়ি কেনার প্রলোভন দেখিয়ে 1.75 লাখ টাকার প্রতারণার ঘটনা ঘটেছিল। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পরে এই মামলার তদন্ত শুরু করে সাইবার সেল। পুলিশ জানতে পারে, বিপুল অর্থের প্রতারণার পিছনে ছিল জাল পরিচয়পত্র।


Fraud Case: গোয়ালিয়র সাইবার জোনের পুলিশ সুপার সুধীর অগরওয়াল জানিয়েছেন, পরে এই সিম কার্ড দেওয়ার সঙ্গে ৮ জনের নাম জড়ায়। সাইবার পুলিশ জানতে পেরেছে, প্রতারকরা এই সিম কার্ড ব্যবহার করে মানুষকে প্রতারিত করতে 20,000টি বিভিন্ন নম্বর ব্যবহার করত। তদন্তের পরই পুলিশের সাইবার ইউনিট এই নম্বরগুলি যাচাইয়ের জন্য ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল ও বিএসএনএল-এর মতো টেলিকম সংস্থাগুলিকে নোটিশ জারি করে।


Vodafone-idea Update: প্রতারণা নিয়ে কী বলছে কোম্পানি ?
পুলিশের এই নির্দেশের পরই ভোডাফোন-আইডিয়া 7,948টি সিম কার্ড ব্লক করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, দেশে সম্ভবত এই প্রথম কোনও টেলিকম কোম্পানি একসঙ্গে এত নম্বর ব্লক করেছে। এমন পরিস্থিতিতে, আপনাকে সবসময় আসল আইডি ব্যবহার করে সিম কার্ড তোলার পরামর্শ দিয়েছে কোম্পানি। 


Cyber Crime:  তবে এই ঘটনা প্রথম কিছু নয়। অতীতেও দেখা গিয়েছে, ভুয়ো আইডি দিয়ে সিম কার্ড তোলার মতো ঘটনা। পরবর্তীকালে সেই খবর সবার সামনে এসেছে। এই কারণে যেখানে-সেখানে আধার আইডি ব্যবহার করা উচিত নয়। একবার প্রতারকদের হাতে পড়লে ফাঁকা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এমনকী জঙ্গি নাশকতার কাজেও ব্যবহার করা হতে পারে আপনার আইডি। যারফলে অন্যে বাজে কাজ করলেও তার খেসারত দিতে হবে আপনাকে।