Air Conditioner: গরমকাল প্রায় শেষ হয়ে গিয়েছে। সময় এখন শীতের দিকে এগোনোর। যদিও চলতি বছর ঝড়বৃষ্টির ঘাটতি রয়েছে। তার ফলে অসময়ে বিভিন্ন জাগায় বৃষ্টি হতে পারে। তবে এই সবকিছুর মধ্যে এসি (AC) অর্থাৎ এয়ার কন্ডিশনার (Air Conditioner) চালানোর পরিস্থিতি ক্রমশ কমছে। আর এই সময়েই বিভিন্ন সংস্থা এসি মেশিনের (AC Machine) দামে ছাড় দেওয়া শুরু করে। এসি মেশিনে এই অফ-সিজন সেল কবে চালু হবে সেই দিকে তাকিয়েও থাকেন অনেকেই। বাজেটের মধ্যে একটা এয়ার কন্ডিশনার কিনতে পারেন অনেকে। কারণ একগুচ্ছ ছাড় থাকে এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে। সম্প্রতি ভোল্টাস সংস্থা তাদের এসি মেশিনের উপর ছাড় দিয়েছে। Azadi Mahotsav সেলের আওতায় Voltas এবং Voltas Beko প্রোডাক্টের ক্ষেত্রে রয়েছে ছাড়। ২১ অগস্ট পর্যন্ত লাইভ রয়েছে এই সেল।
ভোল্টাস সংস্থার এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে তাদের এসিতে ছাড়ের পাশাপাশি এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। অর্থাৎ পুরনো এসির পরিবর্তে নতুন এয়ার কন্ডিশনার কেনার সুযোগ থাকছে ক্রেতাদের কাছে। এছাড়াও থাকছে ব্যাঙ্ক অফার। নির্দিষ্ট কিছু ক্রেডিট এবং ডেবিট কার্ডের ক্ষেত্রে থাকছে ক্যাশব্যাক অফার। তাই যদি এসি কেনার পরিকল্পনা থাকে তাহলে ভোল্টাসের এই ডিল শেষ হওয়ার আগে একবার দেখে নিতে পারেন বিভিন্ন অফার। পছন্দই অফার থাকলে কিনেও নিতে পারবেন নতুন এয়ার কন্ডিশনার। পুজোর আগেই বাড়িতে হাজির হবে নতুন প্রোডাক্ট।
পুরনো এসির পরিবর্তে নতুন split এসি কিনলে ক্রেতারা ছাড় পাবেন। ভোল্টাসের এক্সক্লুসিভ চ্যানেল শপ এবং এক্সক্লুসিভ ব্র্যান্ডের আউটলেটে এই ছাড় পাওয়া যাচ্ছে। তার সঙ্গে থাকছে ৫ বছরের ওয়ারেন্টি। ক্রেতারা ইএমআই- এর মাধ্যমেও এয়ার কন্ডিশনার কেনার সুযোগ পাবেন। NBFC- র তরফে ইএমআই ফিনান্স অপশনের ক্ষেত্রে ক্রেতাদের সাহায্য করবে। সহজ কিস্তির মাধ্যমে সুবিধাজনক ব্যবস্থায় এয়ার কন্ডিশনার কিনতে পারবেন ক্রেতারা। অর্থাৎ বিভিন্ন অফার, ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার, ক্যাশব্যাক অফার- সবই থাকছে ভোল্টাসের এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে।
রিলায়েন্স ডিজিটালের তরফেও এয়ার কন্ডিশনারের দামে ছাড় দেওয়া হচ্ছিল। তবে সম্প্রতিই শেষ হয়েছে রিলায়েন্সের ডিজিটাল ইন্ডিয়া সেল। প্রায় ৬০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছিল উপলব্ধ থাকা প্রোডাক্টের উপরে। যদি আপনি কোনওভাবে রিলায়েন্স ডিজিটালের এই সেল মিস করে গিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভোল্টাসের এয়ার কন্ডিশনার সেল শেষ হওয়ার আগে একবার দেখে নিন কী কী অফার রয়েছে Voltas এবং Voltas Beko প্রোডাক্টের উপর।
আরও পড়ুন- ডেস্কটপে গুগল ক্রোম চালান ? হ্যাকারের হাতে চলে যেতে পারে কম্পিউটারের নিয়ন্ত্রণ !