Holi 2024: আর কয়েকদিন পরেই আসছে রঙের উৎসব (Holi 2024)। দোল বলুন বা হোলি, দেশজুড়ে সাধারণ মানুষ মেতে উঠবেন রঙের (Colours) উৎসবে। আবির, রং- এর সঙ্গে বিভিন্ন জায়গায় আয়োজন থাকবে বিভিন্ন বিশেষ অনুষ্ঠানের। আর উৎসব যখন, তখন ভুরিভোজের আয়োজন থাকবে না, সে তো হতে পারে না। তবে দোল কিংবা হোলির মূল আকর্ষণ হল আবির আর রং। এদিকে বর্তমান যুগে সকলেই আধুনিক হওয়ার দৌড়ে রয়েছেন। হাতে স্মার্টফোন, স্মার্টওয়াচ, কানে ইয়ারফোন- সবেতেই আধুনিকতার ছোঁয়া। দোলের দিন রং-আবিরের সঙ্গে এগুলোও সঙ্গী হয় প্রায় সকলেরই। সেক্ষেত্রে নিজের স্মার্ট ডিভাইসকে (Smart Devices) সুরক্ষিত রাখার জন্য আরও একটু উন্নত এবং আধুনিক (Waterproof Gadgets and Accessories) করে তুলুন। 


সারাবছর যেসব স্মার্টফোন, স্মার্টওয়াচ, ইয়ারফোন ব্যবহার করেন সেগুলি রং, আবির কিংবা জলে যাতে নষ্ট হয়ে না যায়, সেই দিকেও নজর দেওয়া প্রয়োজন। বর্তমানে যে সমস্ত স্মার্টফোন, স্মার্টওয়াচ, ইয়ারবাডস লঞ্চ হয় সেগুলি ওয়াটার প্রুফ রেটিং নিয়েই তৈরি হয়। ডিভাইস অনুসারে ভাগ থাকে। জলের তলায় নির্দিষ্ট গভীরতা পর্যন্ত স্মার্টফোন, স্মার্টওয়াচ সুরক্ষিত থাকে। ইয়ারবাডসের ক্ষেত্রে সোয়েট প্রুফ ফিচার বেশি দেখা যায়। স্মার্টওয়াচও সোয়েট প্রুফ হয়। অর্থাৎ ঘামের থেকে নষ্ট হয় না। আপনার স্মার্টওয়াচ এবং ইয়ারবাডসে ওয়াটার প্রুফ কিংবা ডাস্ট প্রুফ অথবা সোয়েট প্রুফ ফিচারের সাপোর্ট রয়েছে কিনা সেটা দেখে নিন। তারপর দোল খেলার সময় সঙ্গে রাখুন ডিভাইস। 


স্মার্টফোন 


যেহেতু আজকাল প্রায় সকলের ক্ষেত্রেই স্মার্টফোন সর্বক্ষণের সঙ্গী তাই দোল খেলার সময়েও আপনার ফোন আপনার সঙ্গেই থাকবে, এমনটাই ধরে নেওয়া যায়। কিন্তু রং, আবির, জল লাগলে তো ফোন খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে ব্যবহার করতে পারে একটি জিপার পাউচ। প্লাস্টিকের এই পাউচের মধ্যে ফোন রেখে দেওয়া যায়। আর যেহেতু পাউচের মুখ জিপ লক পদ্ধতিতে বন্ধ করা থাকে তাই কোনওভাবেই জল ঢুকতে পারবে না। ফোনে রং, আবির লাগবে না। এই জিপার পাউচের মধ্যে ফোন রেখে আপনি অনায়াসে সেই পাউচ সঙ্গে রেখে দোল খেলতে পারবেন। ডিভাইসের কোনও ক্ষতি হবে না।


স্মার্টফোনের মধ্যে চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক- এইসব সূক্ষ্ম অংশ থাকে যেগুলিতে রং, আবির, জল সহজে ঢুকে যেতে পারে। এই অংশগুলি ওয়াটারপ্রুফ অ্যাডেসিভ টেপ দিয়ে বন্ধ করে নিন। তাহলে আপনার ডিভাইস সুরক্ষিত থাকবে। যদি আপনি ফোন ওয়াটার প্রুফ জিপ লক পাউচের মধ্যেও রাখেন তাহলেও ওয়াটার প্রুফ অ্যাডেসিভ টেপ দিয়ে স্মার্টফোনের ওই সূক্ষ্ম অংশগুলো বন্ধ করে রাখা প্রয়োজনীয়। 


স্মার্টওয়াচ এবং ইয়ারফোন 


স্মার্টফোনের মতো স্মার্টওয়াচ এবং ইয়ারফোনও ওয়াটার প্রুফ জিপলক পাউচে রাখলে সুরক্ষিত থাকবে। এমনিতেও দোল খেলার সময় কানে ইয়ারবাডস সেভাবে লক্ষ্য করা যায় না। তবে হাতে স্মার্টওয়াচ থাকতে পারে। খুব প্রয়োজন না থাকলে এই ডিভাইস বাড়িতেই রেখে যান। যেহেতু স্মার্টওয়াচ অনেক বেশি প্রয়োজনীয় তাই সেটা সঙ্গে রাখতেই হয়। কিন্তু সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 


আরও পড়ুন- মোটোরোলা এজ ৫০ প্রো ভারতে কবে লঞ্চ হচ্ছে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?