কলকাতা: ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে দায়বদ্ধ তারা। নিজেদের অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিল হোয়াটসঅ্যাপ। গত মাসে নিজেদের গোপনীয়তা সংক্রান্ত নীতি বদলের সিদ্ধান্ত নেয় হোয়াটসঅ্যাপ। এরপর ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকবে কি না তা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই প্রশ্ন করেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আদৌ কতটা সুরক্ষিত। এরপরই সিদ্ধান্ত বদল করে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।
রবিবার সকালে নিজেদের নিজেদের অ্যাকাউন্ট থেকে ‘স্ট্যাটাস’ দেয় হোয়াটসঅ্যাপ। ওই স্ট্যাটাসে তারা লেখে আমরা গোপনীয়তা বজায় রাখতে বদ্ধ পরিকর। এন্ড-টু-এন্ড ইনক্রিপশন আছে তাই হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত মেসেজ পড়তে বা শুনতে পায় না। আপনার শেয়ার করা লোকেশন হোয়াটসঅ্যাপ দেখতে পায় না। আপনার কনট্যাক্টস হোয়াটসঅ্যাপ কখনই ফেসবুককে জানায় না।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে তাদের নতুন প্রাইভেসি পলিসি সামনে আসার পর থেকেই শুরু হয় প্রবল বিতর্ক। ফেসবুকের অধিগৃহিত মেসেজিং অ্যাপটির নতুন প্রাইভেসি পলিসিতে অনুযায়ী, ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সমস্ত তথ্য ভাগ করে নেওয়ার কথাই জানানো হয়। আর যার পর থেকেই প্রশ্ন উঠে যায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিয়ে। ব্যক্তি তথ্য তাহলে আর কতটা সুরক্ষিত থাকবে সে নিয়ে তৈরি হয় আশঙ্কা।
এই আবহে গত সপ্তাহে বিতর্কিত প্রাইভেসি পলিসিতে বদল তিন মাস স্থগিত করে দেয় হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় মেসেজিং সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এক্ষুনি বন্ধ হবে না কোনও অ্যাকাউন্ট। ব্যক্তি পরিসর ও তথ্য সুরক্ষিত থাকার আশঙ্কা তৈরি হওয়ায় প্রবল চাপের মুখে পড়েছিল হোয়াটসঅ্যাপ। সম্ভবত, সেই কারণেই নিজেদের সিদ্ধান্ত বদলের পথে হাঁটল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এবার স্ট্যাটাস দিয়ে ব্যবহারকারীদের আশ্বস্ত করল তারা।
তথ্য গোপন রাখতে দায়বদ্ধ আমরা, স্ট্যাটাস দিয়ে আশ্বস্ত করল হোয়াটসঅ্যাপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jan 2021 03:00 PM (IST)
রবিবার সকালে নিজেদের নিজেদের অ্যাকাউন্ট থেকে ‘স্ট্যাটাস’ দেয় হোয়াটসঅ্যাপ। ওই স্ট্যাটাসে তারা লেখে আমরা গোপনীয়তা বজায় রাখতে বদ্ধ পরিকর। এন্ড-টু-এন্ড ইনক্রিপশন আছে তাই হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত মেসেজ পড়তে বা শুনতে পায় না।
NEXT
PREV
প্রযুক্তি (technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -