Stand Alone 5G: রিলায়েন্সের বার্ষিক সভায় প্রথম শোনা গিয়েছে এই শব্দ। খোদ কোম্পানির পুরোধা মুকেশ অম্বানি জানিয়েছেন 'স্ট্যান্ড অ্যালোন ৫জি' প্রযুক্তি আনছে জিও, যা অন্যদের থেকে প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে থাকবে। গ্রাহকদের আরও দ্রুত উন্নত পরিষেবা দিতে পারবে এই প্রযুক্তি।


Mukesh Ambani Speech: কী বলেছিলেন মুকেশ অম্বানি ?


সোমবারই রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় মুকেশ অম্বানি বলেন, ''Jio 5G হবে বিশ্বের বৃহত্তম 5G নেটওয়ার্ক। Jio-র 5Gনেটওয়ার্ক 4G নেটওয়ার্কের উপর নির্ভরশীল হবে না। সেই কারণেই কোম্পানি এটিকে 'স্ট্যান্ড-অ্যালোন ৫জি' বা স্বতন্ত্র প্রযুক্তি বলেছে।''


Stand Alone 5G: কোন কোন দেশে রয়েছে এই প্রযুক্তি ?


রিলায়েন্স জানিয়েছে, স্বতন্ত্র 5G আর্কিটেকচারের সঙ্গে সেরা কভারেজ দিতে সক্ষম হবে এই প্রযুক্তি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, সৌদি আরব ওদক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিও ইতিমধ্যে স্বতন্ত্র নেটওয়ার্ক (Stand Alone 5G) প্রযুক্তিতে কাজ করছে। এর মাধ্যমে Jio কম সময়ে বড় আকারের মেশিন-টু-মেশিন যোগাযোগ, 5G ভয়েস, এজ কম্পিউটিং ও নেটওয়ার্ক স্লাইসিংয়ের কাজ করতে পারবে। সবথেকে বড় বিষয়, মেটাভার্সের মতো বৈশিষ্ট্যের সুবিধা সহজেই দিতে পারবে এই প্রযুক্তি। স্ট্যান্ড-অ্যালোন 5G-কে Jio True-5G নেটওয়ার্ক বলেওআখ্যা দিচ্ছে। জেনে নিন, কী বৈশিষ্ট্য রয়েছে এই প্রযুক্তিতে। 'নন-স্ট্যান্ড-অ্যালোন' থেকে কোথায় আলাদা এই প্রযুক্তি ?


কী এই স্বতন্ত্র 5G ?


রিলায়েন্স জানিয়েছে, এর জন্য সম্পূর্ণ আলাদাভাবে পরিকাঠামো প্রস্তুত করতে হয় কোম্পানিকে। সেই কারণে আলাদা টাওয়ার ইনস্টল করা হয়।পৃথক টাওয়ার ইনস্টল না করে যে 5G প্রযুক্তি দেওয়া হবে, তা 'নন-স্ট্যান্ড-অ্যালোন' প্রযুক্তি বলে গণ্য হবে। কোনও কোম্পানিকে স্বতন্ত্র 5G পরিষেবা দিতে হলে LTE EPC-এর উপর নির্ভর করবে না। বরং সেই প্রযুক্তি 5G রেডিওকে ক্লাউড-নেটিভ 5G-র মূল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। এই মূল বা 5G কোর নেটওয়ার্ক একটি পরিষেবা ভিত্তিক আর্কিটেকচার (SBA) হিসাবে ডিজাইন করা হয়েছে। যা নেটওয়ার্ক ফাংশনগুলিকে সম্পূর্ণরূপে ভার্চুয়ালাইজ করে। এটি ব্যবসায় ফ্যাক্টরি অটোমেশন, অটোমেটিক গাড়ি নিয়ন্ত্রণ ও 5G পরিষেবাগুলির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্বতন্ত্র 5G-কে শিল্পের ডিজিটাইজেশনের জন্য একটি বর রূপে ধরা যেতে পার। সহজ কথায়, সেরা 5Gঅভিজ্ঞতার জন্য অতি কম সময় প্রয়োজন। এটি কেবল স্বতন্ত্র 5G-র মাধ্যমেই সম্ভব।


নন-স্ট্যান্ডালোন 5G


এই নেটওয়ার্ক প্রাথমিকভাবে গ্রাহকদের একটি 5G রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN) দিয়ে থাকে। যা LTE প্যাকেট কোর (EPC)প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে হাই ভলিউম ডেটা ট্রান্সফারে গতি দিয়ে থাকে। যদিও এই প্রযু্ক্তিতে 5G RAN সিগন্যালিং তথ্য নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে 4G কোর নেটওয়ার্কের উপর নির্ভর করে৷ এই ক্ষেত্রে ৫জি প্রযুক্তির কথা বলা হলেও 4G RAN টেকনোলজি এখানে কাজ করতে থাকে। এই কারণে একে  নন-স্ট্যান্ডালন আর্কিটেকচার বলা হয়। এবার এই দুইয়ের গতির ফারাক বুঝতে আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে।


আরও পড়ুন: Gautam Adani: বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির তালিকায় গৌতম আদানি, লুই ভিটনের প্রধানকে টেক্কা