WhatsApp: হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ, ছবি এবং ভিডিওর জন্য 'ভিউ ওয়ান্স' ফিচার চালু হয়েছে আগেই, ২০২১ সালে। এবার মেটা অধিকৃত জনপ্রিত ইনস্ট্যান্ট মেসেজিং মাধ্যমে হোয়াটসঅ্যাপ সেই ফিচার বিস্তার করেছে ভয়েস মেসেজের ক্ষেত্রেও। অর্থাৎ ভয়েস মেসেজের ক্ষেত্রেও ভিউ ওয়ান্স ফিচারের সুবিধা পাবেন ইউজরার। আপনি কাউকে ভয়েস মেসেজ যদি ভিউ ওয়ান্স মোডে পাঠান তাহলে অন্য প্রান্তের ইউজার সেই ভয়েস মেসেজ শোনার পর তা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে অর্থাৎ দ্বিতীয়বার আর শোনা যাবে না। এখনও সব হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য এই ফিচার চালু হয়নি। তবে আগামী দিনে হোয়াটসঅ্যাপের আপডেটে এই ফিচারের সুবিধা পাওয়া যাবে বলে অনুমান। এটি একটি 'ওয়ান টাইম' আইকন হতে চলেছে, মাত্র একবারই ওই ভয়েস মেসেজ প্লে করা যাবে। তাই জন্যই নাম ভিউ ওয়ান্স ভয়েস মেসেজ।


বিশ্বের প্রায় সর্বত্রই হোয়াটসঅ্যাপ এখন যথেষ্ট জনপ্রিয়। অনেকেই সেনসিটিভ তথ্য অর্থাৎ যে তথ্য পাঁচজনের সামনে ফাঁস হয়ে গেলে সমস্যাজনক। সেক্ষেত্রে প্রাইভেসি বা গোপনীয়তা বজায় রাখার জন্য এই ভিউ ওয়ান্স ভয়েস মেসেজের প্রয়োজন রয়েছে। কারণ একবার ক্লিক করে ভয়েস মেসেজ শুনে নেওয়ার পর আর তা প্লে করা যাবে না। ছবি এবং ভিডিওর মতো ভয়েস মেসেজের ক্ষেত্রেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতেসুরক্ষা বজায় রাখার কথা ভেবেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আগামী দিনে বিশ্বের সব ইউজারদের জন্য এই ভিউ ওয়ান ভয়েস মেসেজের পরিষেবা চালু হবে।


হোয়াটসঅ্যাপে ভিউ ওয়েন্স ভয়েস মেসেজ পাঠানো যাবে কীভাবে



  • প্রথমে হোয়াটসঅ্যাপে একটি চ্যাট উইন্ডো খুলতে হবে

  • এবার চ্যাটবক্সের নীচে ডানদিকের কোণে থাকা মাইক্রোফোন আইকন ধরে থাকতে বা ট্যাপ করে রাখতে হবে।

  • এরপর রেকর্ডিং লক করার জন্য সোয়াইপ আপ করতে হবে। এই সময় রেকর্ডিংয়ের আইকনের উপর ট্যাপ করে থাকতে হবে

  • এর ফলে দেখা যাবে stylised View Once আইকন এবং তার উপরে ট্যাপ করতে হবে। 

  • এবার ভয়েস মেসেজ পাঠিয়ে দিলে তা ভিউ ওয়ান্স মোডেই যাবে অন্য ইউজারের কাছে। 

  • যদি একবার এই ভয়েস মেসেজ খুলে শোনা হয় তাহলে দ্বিতীয়বার তা আর শোনা যাবে না।

  • আর যদি প্রথমে মেসেজ না খোলা হয় তাহলে মেসেজ পাঠানোর পরে ১৪ দিন পর্যন্ত তা চ্যাটবক্সে থাকবে এই সময়সীমার পরে অদৃশ্য হয়ে যাবে।


আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু হল রেডমি ১৩সি ৫জি ফোনের, দাম কত? কী কী অফার পাবেন?