WhatsApp App New Look: হোয়াটসঅ্যাপ অ্যাপে (WhatsApp App) চালু হয়েছে একাধিক নতুন ডিজাইন (WhatsApp New Design)। এই অ্যাপে এখন ইউজাররা পাবেন আরও বেশি ডার্ক মোড (Darker Dark Mode)। আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) - দুই মাধ্যমেই লক্ষ্য করা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাপের নতুন ডিজাইন এবং ফিচার (WhatsApp Features)। চলুন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সানে ইউজারদের জন্য কী কী চমক রয়েছে। অ্যাপ কর্তৃপক্ষের দাবি, ইউজাররা যাতে সহজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন সেই জন্যই এইসব নতুন ডিজাইন, ফিচার চালু হয়েছে। সবটাই ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে করা হয়েছে। তাহলে ঝটপট একবার নিজের অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে গিয়ে দেখে নিন হোয়াটসঅ্যাপের নতুন ডিজাইন কেমন রয়েছে। 


হোয়াটসঅ্যাপে ডার্কার ডার্ক মোড 


হোয়াটসঅ্যাপ এখন আমাদের অনেকেরই প্রায় সারাক্ষণের সঙ্গী। এদিকে বেশিক্ষণ ফোনের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেখলে আপনার চোখের উপর চাপ পড়তে পারে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আরও বেশি ডার্ক মোড এনেছে অ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের চোখে যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্যই এই ফিচার চালু করা হচ্ছে। নতুন ডার্ক মোডে ফোনে কম আলো দেওয়া থাকলেও ইউজাররা ভালভাবে হোয়াটসঅ্যাপ দেখতে এবং ব্যবহার করতে পারবেন। তাঁদের চোখের কোনও অসুবিধা হবে না। আগের মতোই সবুজ রঙের ছোঁয়া রয়েছে। তবে এবারের সবুজ রং একটু আলাদা শেডের। 


হোয়াটসঅ্যাপের বিভিন্ন আইকন এবং বাটন 


এইসব আইকন এবং বাটনের ডিজাইনেও এসেছে পরিবর্তন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে এসেছে নতুন অ্যানিমেশন এবং নয়া ডিজাইনের ইলাস্ট্রেশন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন আইকন এবং বাটনের ডিজাইন ও রং পরিবর্তনের ফলে সেগুলি দেখতে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এসব আইকন, বাটনের ক্ষেত্রে তাদের আকার-আকৃতির দিকেও ইউজারদের নজর আকর্ষণ করার বিষয়টিই মাথায় রেখেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। 


হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার 


এই ফিচার কিছুদিন আগেই চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। শুধু মোবাইল ভার্সান নয়, ওয়েব মাধ্যমেও এই ফিচারের পরিষেবা পাবেন ইউজাররা। অল, আনরেড, গ্রুপ তিনটি আলাদা চ্যাট ফিল্টার থাকছে হোয়াটসঅ্যাপে। অল বিভাগে থাকবে সমস্ত চ্যাট। আনরেড বিভাগে থাকবে সেইসব মেসেজ যেগুলি আপনার পড়া হয়নি। অনেক সময় হোয়াটসঅ্যাপের মেসেজ আমাদের পড়া হয় না। আর অন্যান্য নতুন মেসেজের ভিড়ে ওইসব না পড়া মেসেজ পিছনে হারিয়ে যায়। এই সমস্যা থেকে ইউজারদের মুক্তি দেবে আনরেড চ্যাট ফিল্টার। আর গ্রুপ বিভাগে থাকবে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে আসা মেসেজ। এর ফলেও গ্রুপের বিভিন্ন মেসেজ খুঁজে পেতে সুবিধা হবে ইউজারদের। না পড়া হলেও পরে খুঁজে পাওয়া যাবে। হারিয়ে যাবে না। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে অন্যের প্রোফাইলে উঁকি মেরে আর নেওয়া যাবে না স্ক্রিনশট, আসছে নতুন ফিচার 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।