WhatsApp Features: হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার নিয়ে শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা (WhatsApp New Features)। এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা আর অন্যের প্রোফাইলে (WhatsApp Profile Picture) ঢুকে স্ক্রিনশট নিতে পারবেন না। অর্থাৎ স্ক্রিনশট ব্লক (Screenshot Blocking Features) করার ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের নিরাপত্তা, গোপনীয়তা এবং সুরক্ষার খাতিরেই এই ফিচার চালু করা হবে হোয়াটসঅ্যাপে। অনেকেই হোয়াটসঅ্যাপে অন্য ইউজারের প্রোফাইলে ঢুকে স্ক্রিনশট নিয়ে নেন প্রোফাইল পিকচারের। অন্যান্য তথ্যেরও স্ক্রিনশট নেওয়া যায়। এর ফলে ইউজারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই সমস্যা এড়ানোর জন্যই নতুন স্ক্রিনশট ব্লকিং ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এর আগে অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই ফিচার লক্ষ্য করা গিয়েছিল। এবার আইওএস ভার্সানের লেটেস্ট বিটা আপডেটেও এই স্ক্রিনশট ব্লকিং ফিচার দেখা গিয়েছে। অর্থাৎ নতুন ফিচার চালু হয়ে গেলে আইওএস মাধ্যমে কেউ হোয়াটসঅ্যাপ ইউজারের প্রোফাইলে ঢুকে প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবেন না। 


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo যারা হোয়াটসঅ্যাপ অ্যাপের যাবতীয় ফিচার সম্পর্কে আপডেট প্রকাশ করে, তারা জানিয়েছে আইওএস মাধ্যমে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার লক্ষ্য করা গিয়েছে। ইউজারদের সুরক্ষা আরও দৃঢ় করাই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের লক্ষ্য। তাই জন্যই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের ক্ষেত্রে স্ক্রিনশট ব্লকিং ফিচার চালু হতে চলেছে। ফেসবুকে এই ফিচার আগেই চালু হয়েছে। এবার মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপেও আসছে এই ফিচার। অ্যান্ড্রয়েড ভার্সানে আগেই লক্ষ্য করা গিয়েছে। এবার নজরে এসেছে আইওএস মাধ্যমেও। হোয়াটসঅ্যাপে এই স্কিরনশট ব্লকিং ফিচার চালু হয়ে গেলে যদি কোনও ইউজারের প্রোফাইলে কেউ ঢুকে তার প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করেন, তাহলে ওই ইউজার একটি অ্যালার্ট পাবেন। 


এর আগে হোয়াটসঅ্যাপে চালু হয়েছিল ভিউ ওয়ান্স মোড। এই ভিউ ওয়ান্স মোডে কাউকে কোনও ছবি পাঠানো হলে তা সেভ করা যাবে না এবং স্ক্রিনশট নেওয়া যাবে। হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ান্স মোডে ছবি, ভিডিও পাঠানো অনেকটা নিরাপদ। ছবির মতো ভিডিওর ক্ষেত্রেও ভিউ ওয়ান্স মোড থাকলে, সেই ভিডিও সেভ করা যাবে না কিংবা স্ক্রিনশট নেওয়া যাবে না। এবার অনেকটা সেই ফিচারই চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের ক্ষেত্রেও। 


আরও পড়ুন- ভিভোর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হতে পারে ভারতে, কবে দেশে আসতে পারে এই মডেল? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।