Whatsapp Down: বিশ্বজুড়ে আচমকাই ব্যাহত হয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা (Whatsapp Service)। ২৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টার কিছু সময় পর থেকেই সমস্যা (Whatsapp Service Down) শুরু হয়েছিল হোয়াটসঅ্যাপে। ভারতের বিভিন্ন শহরে সমস্যায় পড়েন ইউজাররা। কোনও মেসেজ পাঠানো যাচ্ছিল না হোয়াটসঅ্যাপে। ইউজাররা কোনও মেসেজ রিসিভ করতেও পারছিলেন না। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বলা ভাল প্রায় ২ ঘণ্টা ধরে ব্যাহত ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। অবশেষে স্বাভাবিক হয়েছে হোয়াটসঅ্যাপ সার্ভিস। তবে এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক মিম। মূলত ট্যুইটারেই #whatsappdown লিখে একাধিক মিম শেয়ার করেছেন ইউজাররা। কোথাও ছবি, কোথাও ভিডিও, কোথাও বা জিফ ফাইল। হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হওয়ার ঘটনাকে দারুণ সব মজার জিনিসের সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা।


প্রসঙ্গৎ উল্লেখ্য, আজ বছরের শেষ আংশিক সূর্যগ্রহণ। হোয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর রসিকতা করে নেটিজেনদের অনেকেই বলেছেন 'হোয়াটসঅ্যাপে গ্রহণ লেগেছে'। মূলত এ ধরনের সমস্যা দেখা দিলেই ইউজাররা ট্যুইটারেই সর্বপ্রথম তা জানান। এক্ষেত্রেও তাই হয়েছে। ইউজাররা ট্যুইটারেই প্রথম জানিয়েছেন যে হোয়াটসঅ্যাপে সমস্যা দেখা দিয়েছে। সেই প্রসঙ্গ টেনেও নেটিজেনদের অনেকে বলেছেন, 'হোয়াটসঅ্যাপ বন্ধ হতেই সবাই দ্রুত ট্যুইটার চেক করতে ব্যস্ত হয়ে পড়েছেন'। তবে এখানেই শেষ নয়। হোয়াটসঅ্যাপ কাজ করছে না দেখে অনেকেই বারবার ফোনের সুইচ অফ-অন করেছেন। কেউ বা ঘনঘন চেক করেছেন ফোনের ইন্টারনেট কানেকশন। অনেকে আবার ফোনের সেটিংসও ঘেঁটে ফেলেছেন। শেষ পর্যন্ত অবশ্য জানা গিয়েছে যে অন্য কোনও সমস্যা নয়, গলদ রয়েছে গোড়াতেই। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যাহত হয়েছিল। 


সাধারণত সোশ্যাল মিডিয়া মাধ্যমে এভাবে ব্যাপক হারে সমস্যা দেখা দিলে তা পর্যবেক্ষণ করে website outage monitor website DownDetector। এই ওয়েবসাইটের মাধ্যমেই আজকের হোয়াটসঅ্যাপের সমস্যাও নজরে এসেছিল। বেলা ১২টার একটু পরেই সমস্যা শুরু হয়েছিল হোয়াটসঅ্যাপে। মুম্বই, কলকাতা, দিল্লি, লখনউ এবং অন্যান্য আরও অনেক শহরেই বন্ধ হয়ে হোয়াটসঅ্যাপের পরিষেবা। এর আগে গত বছরও এভাবে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ ছিল। আজ হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যাহত হওয়ার পর প্রাথমিক ভাবে অনেকেই নিজের ফোন বা ইন্টারনেট কানেকশনকে দুষেছেন। তবে এ যাত্রায় সমস্যা ছিল অন্য জায়গায়। 


এবার দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু মিম


 






দেখুন আরও একটি মিম


 






ভাইরাল হয়েছে আরও মিম


 






 






 













আরও পড়ুন- অবশেষে স্বস্তি, ধীরে ধীরে স্বাভাবিকের পথে হোয়াটসঅ্যাপ পরিষেবা