WhatsApp Account Banned: সেপ্টেম্বর মাসেও ভারতে বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account) নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, সেপ্টেম্বর মাসে ভারতে নিষিদ্ধ (Banned) হয়েছে ৭.১১ মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এর মধ্যে ২.৫৭ মিলিয়ন অ্যাকাউন্ট কোনও ইউজারের থেকে অভিযোগ পাওয়ার আগেই সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। জানা গিয়েছে, মোট ৭১,১১,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপে। এর মধ্যে ২৫,৭১,০০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে ইউজাররা কোনও অভিযোগ করেননি। তবে সক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপের তরফেই এই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে হোয়াটসঅ্যাপে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ইউজাররা বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ করেছেন সেপ্টেম্বর মাসে। মোট ১০,৪৪২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে অ্যাকাউন্ট সাপোর্ট (১০৩১), ব্যান অ্যাপিল অর্থাৎ নিষিদ্ধ করার আবেদন (৭৩৯৬), অন্যান্য সাপোর্ট ক্যাটেগরি (১৫১৮), প্রোডাক্ট সাপোর্ট (৩৭০), নিরাপত্তা সংক্রান্ত (১২৭) - এই অভিযোগগুলি জমা পড়েছে।
আইটি রেগুলেশন অনুসারে প্রতি মাসেই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করে সংস্থা। ইউজারদের অভিযোগের ভিত্তিতে তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। Grievance Appellate Committee (GAC)- এর নির্দেশ অনুসারে হোয়াটসঅ্যাপ সংস্থা এই ব্যবস্থা নিয়ে থাকে। ইউজারদের নিরাপত্তার ব্যাপারে বরাবরই সতর্ক বিশ্বের অন্যতম জনপ্রিয় ইন্সট্যনাত মেসেজিং অ্যাপ। আর তাই ইউজারদের অভিযোগের প্রতি নজর দেয় তারা। যেসমস্ত অ্যাকাউন্ট থেকে নিয়ম-কানুন ভাঙা হয়, আপত্তিকর কিছু পদক্ষেপ নেওয়া হয়, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। প্রতি মাসেই হোয়াটসঅ্যাপের তরফে এই রিপোর্ট পেশ করা হয়।
হোয়াটসঅ্যাপে রোল আউট শুরু হয়েছে পাস-কি ফিচারের
হোয়াটসঅ্যাপে পাস-কি ফিচার চালু হবে একথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। এবার এই ফিচারের রোল আউট শুরু হয়েছে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। বিশ্বের সব প্রান্তেই হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য পাস-কি ফিচারের রোল আউট শুরু হয়েছে। তবে সব ইউজার একসঙ্গে এই ফিচারের সুবিধা পাবেন না। বরং ধাপে ধাপে ইউজারদের অ্যাপে যুক্ত হবে এই ফিচার। হোয়াটসঅ্যাপ পাস-কি ফিচারের সাহায্যে ইউজাররা পাসওয়ার্ড ছাড়া লগ-ইন করতে পারবেন অ্যাপে। এক্ষেত্রে ইউজাররা লগ-ইনের জন্য ব্যবহার করতে পারবেন বায়োমেট্রিকস, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, ফেস রেকগনিশন বা একটি পিন নম্বর। প্রাথমিক স্তরে এগুলোই ব্যবহার করা যাবে। চলতি মাসের শুরুর দিকেই এই ফিচারের কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার রোল আউট শুরু হয়েছে এই ফিচারের। অনুমান অ্যান্ড্রয়েডের মতোই আইওএস ভার্সানেও এই ফিচারের রোল আউট দ্রুত শুরু হবে। তবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখন জানা যায়নি।
আরও পড়ুন- নভেম্বরে ২৫ হাজারের মধ্যে কিনতে পারবেন এই ৫জি ফোনগুলি, দেখে নিন তালিকা