WhatsApp Features: ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার (WhatsApp Features) চালু হতে চলেছে বলে শোনা গিয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে তিনটি চ্যাট পিন মেসেজ (WhatsApp Pineed Message) করে রাখার সুবিধা পান ইউজাররা। তবে খুব দ্রুত এই পরিমাণ বাড়তে চলেছে। অর্থাৎ তিনের থেকে বেশি সংখ্যক চ্যাট 'পিনড' বা পিন মেসেজ করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। আপাতত এই ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে বলে খবর। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo- র মাধ্যমে জানা গিয়েছে, WhatsApp beta for Android, version 2.24.6.15 - এই ভার্সানে নতুন আপডেটে এই নয়া ফিচার যুক্ত হবে। এখন হোয়াটসঅ্যাপে তিনটি চ্যাট পিন করে রাখা যায়। ইউজার যখন চতুর্থ চ্যাটটি পিন করতে যাবেন, তখন সবচেয়ে পুরনো পিন চ্যাটটি ডিলিট করে দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে তিনটির বেশি হোয়াটসঅ্যাপ চ্যাট পিন করার ফিচার চালু হয়ে গেলে আর এই অসুবিধা হবে না। প্রাথমিক ভাবে অনুমান, অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচার চালু হবে। তবে আগামী দিনে আইওএস ভার্সানেও এই ফিচার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। 


হোয়াটসঅ্যাপে ইউজারদের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়ার অপশনও বন্ধ করা হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখার জন্যই এই ফিচার চালু হয়েছে। আপাতত অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এই সুবিধা পাবেন ইউজাররা। বিগত কয়েক সপ্তাহ ধরে বিটা ভার্সানে এই ফিচার চালু করেছিল হোয়াটসঅ্যাপ। তবে এবার সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হয়েছে। অন্যদিকে বিটা ভার্সানেই আপাতত একাধিক মেসেজ বা চ্যাট (তিনের বেশি) পিন করে রাখার ফিচার চালু হয়েছে। এই ফিচারও খুব তাড়াতাড়ি বাকি সমস্ত ইউজারদের জন্য চালু হবে। ইউজারদের সুবিধার জন্য এবং নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখার জন্য প্রায়শই নতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ। এই সূত্রেই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট তোলার বিষয়টি ব্লক করা হয়েছে। অন্যদিকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ চ্যাট যেন ইউজাররা সহজে খুঁজে পান তাই জন্যই চালু হতে চলেছে একাধিক চ্যাট পিন করে রাখার সুবিধা। তবে এই ফিচার সব হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য কখন চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। অনুমান, খুব বেশি দেরি নেই এই ফিচার চালু হতে। 


আরও পড়ুন- ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- ভারতে এই দুই ফোনের দাম কত? কী কী অফার পাবেন?