কলকাতা: লোকসভা নির্বাচনের আগে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। CAA-কে হাতিয়ার করে আসন্ন নির্বাচনে ডিভিডেন্ট তোলা নিয়ে আশাবাদী বিজেপি। কিন্তু CAA নিয়ে তীব্র বিরোধিতা শুরু হয়েছে বিরোধীদের তরফে। বাংলায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও CAA নিয়ে আপত্তি জানালেন। ধর্মের নিরিখে নাগরিকত্বের সমর্থক নন বলে সাফ জানিয়ে দিলেন। (Biman Bose on CAA)


CAA-র বিরোধিতা সিপিএম-এর, প্রতিবাদে নামার ঘোষণা


বৃহস্পতিবার আলিমুদ্দিনে জরুরি বৈঠকের পর ১৬টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেন বিমান। সেখানেই CAA নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট ভাবে জানিয়ে দেন। বিমান বলেন, "CAA নিয়ে যে অবস্থান নিয়ছে কেন্দ্রের বিজেপি সরকার, সেটার সঙ্গে একমত নই আমরা। জাত, ধর্ম, বর্ণের নিরিখে নাগরিকত্বের বিষয়টি মানি না আমরা। কাজেই আমরা এটিকে সমর্থন করছি না।" (Biman Bose)


২০১৯ সালে সংসদে CAA পাশ হয়ে গেলেও, এতদিন আইন কার্যকর করা হয়নি। বেছে বেছে ঠিক ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই CAA চালু করা নিয়েও প্রশ্ন রয়েছে বিরোধীদের। বিমানের কথায়, "যে সময় CAA আনা হল, সেই নিয়ে প্রশ্ন তুলছি না আমরা। কিন্তু ধর্মটাকে বাদ দিতে হবে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনও হয় না। আমরা এর বিরোধী। এর বিরুদ্ধে বামফ্রন্টের তরফে প্রতিবাদ জানানো হবে। অনেকে বিষয়টিকে গুলিয়ে দিতে চাইছে, তারও বিরোধী আমরা।"


আরও পড়ুন: CPIM Candidate list: প্রার্থীতালিকা প্রকাশ বামেদের, আপনার কেন্দ্রে তরুণ মুখ? না কি পুরনোতেই ভরসা বামের?


বৃহস্পতিবার রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৬টিতে প্রার্থী ঘোষণা করেছে বাম শিবির। এই ১৬ জনের মধ্যে ১৪ জনই নতুন মুখ। কোচবিহারে প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায়, জলপাইগুড়িতে সিপিএম-এর দেবরাজ বর্মন, বালুরঘাটে আরএসপি-র জয়দেব সিদ্ধান্ত, সিপিএম-এর কৃষ্ণনগরে এসএম শাদি, যাদবপুরে সিপিএম-এর সৃজন ভট্টাচার্য,  দমদমে সিপএম-এর সুজন চক্রবর্তী প্রার্থী হচ্ছেন।


১৬টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট


শ্রীরামপুর থেকে প্রার্থী হচ্ছেন সিপিএম-এর দীপ্সিতা ধর, দক্ষিণ কলকাতায় সিপিএম-এর সায়রা শাহ হালিম, হাওড়ায় সিপিএম-এর সব্যসাচী চট্টোপাধ্যায়, হুগলিতে সিপিএম-এর মনোদীপ ঘোষ, তমলুকে সিপিএম-এর সায়ন বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুরে বিপ্লব ভট্ট, বাঁকুড়ায় সিপিএম-এর নীলাঞ্জন দাশগুপ্ত, বিষ্ণুপুরে সিপিএম-এর শীতল কৈবর্ত, বর্ধমান পূর্বে সিপিএম-এর নীরজ খান, আসানসোলে সিপিএম-এর জাহানারা বেগম প্রার্থী হচ্ছেন।