Whatsapp Feature: হোয়াটসঅ্যাপ চ্যানেল (Whatsapp Channels), এই নতুন ফিচার ইউজারদের ব্রডকাস্ট ইনফরমেশন (Broadcasting Information) পাঠাতে সাহায্যে করবে। অ্যাপের মধ্যেই একাধিক ইউজারকে ব্রডকাস্ট ইনফরমেশন পাঠাতে সাহায্য করবে হোয়াটসঅ্যাপ চ্যানেল। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি 'কিপ ইন চ্যাট' ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এর মাধ্যমে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ মুছে যাওয়া থেকে আটকানো যাবে। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা খুব তাড়াতাড়ি রিড অনলি চ্যানেল বলে একটি ফিচার লঞ্চ করতে চলেছে যা ইউজারদের কোনও আপডেট পোস্ট করতে সাহায্য করবে এবং অন্যান্য ইউজাররা এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপের রেগুলার চ্যাটের মতো এই চ্যানেল হয়তো এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে না। তবে এইসব চ্যানেলের জন্য ইউজারদের মেম্বারশিপের বিষয়টি প্রাইভেট থাকবে বলে শোনা গিয়েছে।


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র মাধ্যমে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ আইওএস- এর লেটেস্ট বিটা ভার্সানে মেটা অধিকৃত মেসেজিং সার্ভিস তাদের স্ট্যাটাস ট্যাব আপডেট করেছে একটি নতুন চ্যানেল সেকশনের মাধ্যমে। এই বিভাগে এলে ইউজাররা ফাইন্ড চ্যানেল বাটনের মাধ্যমে নতুন চ্যানেল খুঁজে পাবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে ইউজারদের ব্যক্তিগত তথ্য দেখা যাবে না। অর্থাৎ ইউজারদের নাম এবং ফোন নম্বর দেখা যাবে। এমনটাই জানা গিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র মাধ্যমে। 


হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ টেলিগ্রামে এই 'চ্যানেল' ফিচার ইতিমধ্যেই রয়েছে। এর মাধ্যমে ইউজাররা ব্রডকাস্ট অনলি গ্রুপে সাবস্ক্রাইব করতে পারেন ইউজাররা। চ্যানেলে নতুন আপডেট বা মেসেজ এলে নোটিফিকেশনও পান তাঁরা। অনেকটা রিড অনলি গ্রুপের মতো কাজ করে এই চ্যানেল। WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলের নাম দিয়ে সার্চ করে ইউজারদের নিজেকেই সাবস্ক্রিপশন করতে হবে। ইউজারদের নতুন কোনও চ্যানেল সাজেশনে দেখানোর মতো অ্যালগোরিথম এখানে থাকবে না। আপাতত আইওএস ভার্সানে এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। আগামী দিনে অ্যান্ড্রয়েড ভার্সানেও এই ফিচার নিয়ে কাজ শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। প্রথমে বিটা ভার্সানে এই আপডেট চালু হবে। তারপর চালু হবে সমস্ত ইউজারদের জন্য। 


হোয়াটসঅ্যাপে কিপ ইন চ্যাট ফিচার 


হোয়াটসঅ্যাপের কোনও চ্যাটের ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার চালু থাকলে একটি নির্দিষ্ট সময়ের পর উধাও হয় মেসেজ। এই মেসেজ যাতে রেখে দেওয়া যায় সেই জন্যেই চালু হয়েছে নতুন কিপ ইন চ্যাট ফিচার। মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপের জন্য ১৫টি নতুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ডিউরেশন নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হল এমন একটি ফিচার যার সাহায্যে ইউজারের পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পরে ডিলিট হয়ে যায়। এই নির্দিষ্ট সময় সেট করে রাখা যায়। বর্তমানে তিনটি ডিউরেশন সেট করার অপশন রয়েছে ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৯০ দিন। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo। তবে এই ডিউরেশনের তালিকাতেই নতুন করে ১৫টি অপশন যুক্ত হতে চলেছে। এবার যুক্ত হবে- এক বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা।


আরও পড়ুন- ইলেকট্রিক গাড়ির মতো শক্তিশালী ও আধুনিক ব্যাটারি থাকবে স্মার্টফোনে! কোন সংস্থার মডেলে আসছে এমন ফিচার?