Whatsapp Community: হোয়াটসঅ্যাপের কমিউনিটি (Whatsapp Community) ফিচার ইতিমধ্যেই আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) ভার্সানে চালু হয়ে গিয়েছে। কয়েক সপ্তাহ আগেই এই ফিচারের কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) কর্তৃপক্ষ। নতুন এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গ্রুপ একই ছাতার তলায় আনা সম্ভব হবে। অর্থাৎ একই জায়গায় থাকবে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ। তার ফলে ইউজারদেরও সুবিধা হবে। ২০০৯ সালে লঞ্চ হয়েছে হোয়াটসঅ্যাপ। তারপর থেকেই ইউজারদের সবরকম সুবিধা দেওয়ার চেষ্টায় রয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। পার্সোনাল চ্যাটের পাশাপাশি হোয়াটসঅ্যাপে গ্রুপ অপশন বহুদিন আগেই চালু হয়েছে। এবার চালু হয়েছে কমিউনিটি ফিচার। এখানে একাধিক গ্রুপের মধ্যে সংযোগ স্থাপন হবে। একটিই জায়গায় থাকবে হোয়াটসঅ্যাপের সব গ্রুপ।


হোয়াটসঅ্যাপ কমিউনিটি অনেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতোই। এখানে গ্রুপের মতোই নতুন করে সদস্য যুক্ত করা সম্ভব। গ্রুপের তুলনায় কমিউনিটিতে বেশি সংখ্যক ইউজার যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে থাকলে একই ধরনের গ্রুপগুলো একসঙ্গে থাকবে। আইওএস ইউজাররা কমিউনিটি ট্যাব খুঁজে পাবেন হোয়াটসঅ্যাপ চ্যাটের একদম ডানদিকে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ওয়েবেও চালু হয়েছে কমিউনিটি ফিচার। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ওয়েব খোলা থাকলে কমিউনিটি অপশন খুঁজে পাবেন ডানদিকের কোণে।


হোয়াটসঅ্যাপে কীভাবে কমিউনিটি তৈরি করবেন?



  • হোয়াটসঅ্যাপে কমিউনিটি ট্যাবে ক্লিক করতে হবে।

  • এবার কমিউনিটির নাম, ডেসক্রিপশন এবং প্রোফাইল ফটো দিতে হবে।

  • কমিউনিটির নাম ২৪ ক্যারেক্টারের বেশি হবে না।

  • ডেসক্রিপশনে ওই কমিউনিটি কীসের ভিত্তিতে তৈরি হয়েছে তার ধারণা দেবে।

  • এখানে একটি সবুজ টিক দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে যেসব গ্রুপ ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে রয়েছে সেগুলোকে এই কমিউনিটিতে যুক্ত করতে পারবেন। নতুন গ্রুপ তৈরি করেও যুক্ত করা যাবে এই কমিউনিটিতে।

  • সমস্ত গ্রুপ কমিউনিটিতে যুক্ত করা হয়ে গেলে গ্রিন চেক মার্ক আইকনে ক্লিক করে দিতে হবে।


মনে রাখতে হবে একজন ইউজার একটি কমিউনিটিতে ৫০টি পর্যন্ত গ্রুপ যুক্ত করতে পারবেন। ৫০০০ পর্যন্ত সদস্য সংখ্যা রাখা যাবে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে। গ্রুপের মধ্যেও কমিউনিটি থেকে সদস্য যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপ কমিউনিটির জন্য একটি কমিউনিটি Announce গ্রুপ এমনিতেই তৈরি হবে। এখানে কমিউনিটি অ্যাডমিনরা সমস্ত কমিউনিটি সদস্যদের বার্তা পাঠাতে পারবেন। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুবিধায় হামেশাই নিত্যনতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ সংস্থা। এবার চালু হল কমিউনিটি ফিচার।


আরও পড়ুন- ভারতে আনুষ্ঠানিক লঞ্চের আগে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনের ফিচার-ডিজাইন প্রকাশ্যে, জেনে নিন বিস্তারিত