Whatsapp Features: নতুন একটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের এই ফিচারের (Whatsapp Features) সাহায্যে ইউজাররা নিজেদেরকেই মেসেজ করতে পারবেন বিভিন্ন ডিভাইস থেকে। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (Whatsapp Accounts) ওই ডিভাইসগুলির সঙ্গে লিঙ্ক বা সংযুক্ত থাকতে হবে। আপাতত হোয়াটসঅ্যাপের নতুন ফিচার সম্পর্কে এটুকু তথ্যই জানা গিয়েছে। এই ফিচার চালু হলে আক্ষরিক অর্থে ইউজাররা কী পরিষেবা পাবেন সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে নতুন ফিচার নিয়ে আপাতত কাজ চলছে। ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এই ফিচার। কবে থেকে চালু হবে তার নিশ্চিত কোনও দিনক্ষণ জানা যায়নি এখনও। তবে খুব তাড়াতাড়িই হয়তো আইওএস এবং অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য এই ফিচার চালু হবে। অন্যদিকে শোনা গিয়েছে, ইউজাররা যখন PC, iOS এবং Android ডিভাইসের সঙ্গে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করলে চ্যাট লিস্টে নিজেদের নাম দেখতে পাবেন।


ইউজারদের সুবিধার জন্য প্রায়শই নতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বেশ কয়েকটি নতুন ফিচার লঞ্চের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে।


অনলাইন স্টেটাস হাইড- ইউজাররা হোয়াটসঅ্যাপে অনলাইন থাকবেন। কিন্তু তাদের সেই অনলাইন স্টেটাস কেউ দেখতে পাবেন না। এমনই একটি নতুন ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। অর্থাৎ পছন্দের লোককেই আপনি নিজের অ্যাক্টিভ অনলাইন স্টেটাস দেখাতে পারবেন।


নিঃশব্দে গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়া


হোয়াটসঅ্যাপ ইউজাররা এখন কোনও গ্রুপ লিভ করতে চাইলে অর্থাৎ বেরোতে চাইলে গ্রুপে সব সদস্য তা জানতে পারেন। তবে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার আসতে চলেছে যার সাহায্যে ইউজাররা কার্যত নিঃশব্দে গ্রুপে ছেড়ে বেরিয়ে যেতে পারবেন। শুধু অ্যাডমিনরা জানতে পারবেন। অন্য সদস্যরা টের পাবেন না।



ভিউ ওয়ান্স মসেজের স্ক্রিনশট নেওয়া যাবে না


হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ান্স মেসেজ ফিচার চালু থাকলেও অনেকে কনভারসেশনের রেকর্ড রাখতে চান স্ক্রিনশট নিয়ে। এই অপশন বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অর্থাৎ ভিউ ওয়ান্স মেসেজের ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়া যাবে না।


মেয়াদ বাড়ল ডিলিট মেসেজের


হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ পাঠিয়ে তা ডিলিট করতে চাইলে আপনি সাধারণত দুটো মেসেজ পান। ‘ডিলিট ফর এভরিওয়ান’ এবং ‘ডিলিট ফর মি’। এই ডিলিট ফর এভরিওয়ান মেসেজের মেয়াদ বাড়তে চলেছে। দু’দিন পর্যন্ত সময় পাবেন ইউজাররা। অর্থাৎ হোয়াটসঅ্যাপে কাউকে ভুল করে মেসেজ পাঠিয়ে দিলে আপনি সেটা ডিলিট করার জন্য ২ দিন পর্যন্ত সময় পাবেন। অনেক সময়েই আমরা ভুল করে কাউকে মেসেজ পাঠিয়ে দিই। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডিলিট না করলেও এখন আর সময় নেই। ২ দিন পর্যন্ত সময় পাবেন আপনি।   


আরও পড়ুন- আজ ভারতে লঞ্চ হবে পোকো এম৫, কী কী ফিচার থাকতে পারে?