Poco M5: পোকো এম৫ (Poco M5) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আজ ৫ সেপ্টেম্বর। ভারতীয় সময় বিকেল ৫টা ৩০মিনিটে এই ফোন দেশে লঞ্চ হবে। একই সঙ্গে গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হবে আজই। ফ্লিপকার্টে (Flipkart) ইতিমধ্যেই পোকো (Poco Smartphone) এম৫ ফোনের টিজার প্রকাশিত হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে, এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকবে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। পোকো এম৫ ফোনের ব্যাক প্যানেলে ‘লেদার লাইক’ ডিজাইন থাকতে পারে।
কীভাবে পোকো এম৫ ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখবেন?
পোকো সংস্থার সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং ইউটিউব পেজে পোকো এম৫ লঞ্চের লাইভ দেখা যাবে।
পোকো এম৫ ফোনের সম্ভাব্য দাম
এই ফোন ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এই দুই ভ্যারিয়েন্টের ফোনের দাম হতে পারে যথাক্রমে ১৫ এবং ১৬ হাজারের আশপাশে। কালো, হলুদ এবং সবুজ রঙে লঞ্চ হতে পারে পোকো এম৫ ফোন।
পোকো এম৫ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর।
- পোকো এম৫ একটি ৪জি ফোন হতে চলেছে বলে শোনা গিয়েছে।
- অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে পোকো ‘এম’ সিরিজের এই ফোন।
- এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির IPS এলসিডি ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে।
- পোকো এম৫ ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
- ফোনের সাইডের অংশে সিকিউরিটি ফিচার হিসেবে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি৫ সাপোর্ট থাকতে পারে। আর থাকতে পারে টাইপ-সি ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।
- এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। তবে কী কী ক্যামেরা সেনসর থাকতে পারে সেগুলো জানা যায়নি। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা সেনসর নিয়েও কিছু জানা যায়নি।
আরও পড়ুন- আইকিউওও, ওয়ানপ্লাস, শাওমি... আরও অনেক ব্র্যান্ডের স্মার্টফোন অ্যামাজনের দুর্দান্ত ছাড়