Tech News: মাঝে মধ্যেই হোয়াটসঅ্যাপ তার ফিচার্সে বেশ কিছু বদল আনে। বিগত কয়েক দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স হোয়াটসঅ্যাপে (WhatsApp Update) এসেছে। তবে এর মধ্যেই ম্যাক ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ কিছু নতুন আপডেট নিয়ে আসার কথা জানিয়েছে। এর মধ্যে ম্যাকের ইলেকট্রন বেসড ডেস্কটপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) এবার অত্যাধুনিক নেটিভ অ্যাপ ক্যাটালিস্টের দ্বারা বদলে যাবে। হোয়াটসঅ্যাপ বিটা ইনফোর মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

Continues below advertisement

হোয়াটসঅ্যাপের বিটা ইনফো প্রতিবেদন থেকে জানা যায় আগামী ৫৪ দিন পর ম্যাকের এই পুরনো অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে। মেটা সংস্থা ইতিমধ্যে গ্রাহক ও ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে এই বিষয়ে জানাতে শুরু করেছে। সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে হোয়াটসঅ্যাপের বিটা ইনফো এই নোটিফিকেশনের স্ক্রিনশট ভাগ করে নিয়েছে, যেখানে দেখা যাচ্ছে সংস্থা ব্যবহারকারীদের জানাচ্ছে যে ৫৪ দিন পরে ম্যাকে আর ইলেকট্রন অ্যাপ কাজ করবে না। ম্যাক ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের নতুন ক্যাটালিস্ট অ্যাপে সুইচ করতে হবে। তবে নতুন অ্যাপে সুইচ করার সময় চ্যাট এবং কনট্যাক্ট লিস্টের সমস্ত তথ্য সেভ হয়ে থাকবে ডেস্কটপে। বলাই বাহুল্য যে ইলেকট্রন মূলত অ্যাপ ডেভেলপারদের এমন সহায়তা করে থাকে যাতে একটা কোডবেস দিয়েই অসংখ্য সিস্টেমের জন্য অ্যাপ একবারেই বানিয়ে ফেলা যায়।

আরও ভাল পারফরম্যান্স ও নিরাপত্তা মিলবে এই নতুন অ্যাপে। ইলেকট্রনের বদলে এখনকার ক্যাটালিস্ট অ্যাপ আগের থেকে অনেক ভাল পারফরম্যান্স দেবে এবং একইসঙ্গে গ্রাহকদের কাছে নিরাপত্তাও বাড়াবে। এই ক্যাটালিস্ট অ্যাপে ব্যবহারকারীরা ম্যাক অপারেটিং সিস্টেমের ফিচার্সই দেখতে পাবেন।

Continues below advertisement

একইসঙ্গে আগামী দিনে সংস্থা এই অ্যাপটিকেও আরও আপগ্রেড করে তুলবে। প্রতিবেদন অনুসারে, অক্টোবর মাসের শেষে ইলেকট্রন ফ্রেমওয়ার্ক অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে এবং গ্রাহকদের কাজ করার জন্য হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট থেকে ম্যাক ডেস্কটপের জন্য ডাউনলোড করে নিতে হবে ক্যাটালিস্ট ডেস্কটপ অ্যাপটি। কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইউজারদের নতুন সুবিধা দিয়েছে যার সাহায্যে ভয়েস নোট টেক্সট হিসেবে পড়া যাবে ফোনের স্ক্রিনেই। হোয়াটসঅ্যাপের এই ট্রান্সক্রিপ্ট ফিচার এমন  একটি সহজ উপায় যার সাহায্যে অডিও চ্যাটে যা যা রয়েছে হুবহু তার একটি টেক্সট নোট পাওয়া যাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: Realme Earbuds: রিয়েলমির নতুন ইয়ারবাডস আসছে ভারতে, কবে লঞ্চ? একবার চার্জ দিলে চলবে কতক্ষণ?