WhatsApp Features: ইউজারদের জন্য প্রায়ই নতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ (WhatsApp Features) কর্তৃপক্ষ। সম্প্রতি শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপে স্টেটাসে (WhatsApp Status) যুক্ত হতে চলেছে নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WAbetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেটে কনটেন্ট স্টিকার (Content Sticker)  যুক্ত করা যাবে। এর আগে শোনা গিয়েছিল, হোয়াটসঅ্যাপ সংস্থা স্টেটাস আপডেটের জন্য পোল স্টিকার লঞ্চ করতে চলেছে। হোয়াটসঅ্যাপে স্টেটাসে পোল স্টিকার চালু হলে আরও বেশি ইউজার এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপে সংযুক্ত হবে। অর্থাৎ ইউজার ইন্টার‍্যাকশন বাড়বে হোয়াটসঅ্যাপে। এই ফিচার ইন-চ্যাট পোলের মতোই কাজ করবে। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ স্টেটাসেই এই ফিচার কার্যকর হবে। 


হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সানেই নতুন ফিচার চালু হবে বলে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপে স্টেটাসে আরও বেশি কনটেন্ট স্টিকার যুক্ত করা যাবে। 'অ্যাড ইয়োর্স' এই ফিচারের সাহায্যেই হবে কাজ। ইনস্টাগ্রামেও রয়েছে এই ফিচার। ইন্সটাগ্রামে থাকা 'অ্যাড ইয়োর্স' ফিচারের সাহায্যে ইউজাররা নিজের ইন্সটা স্টোরিতে পাবলিক থ্রেড তৈরি করতে পারে। 


ইন্সটাগ্রামের মতো ফিচার হলেও হোয়াটসঅ্যাপে এই ফিচার কাজ করবে একটু অন্যভাবে। কারও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা কনটেন্ট স্টিকার এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মধ্যমে সুরক্ষিত থাকবে। সীমিত সংখ্যক ইউজার তা দেখতে পাবেন। আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা এই ফিচার নিয়ে কাজ করছে। প্রথমে বিটা ভার্সানে চালু হবে এই ফিচার। তারপর পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলে সমস্ত ইউজারদের জন্য চালু হবে এই ফিচার। অনুমান আগামী দিনে হয়তো অ্যান্ড্রয়েড ভার্সানেও এই ফিচার চালু হবে। 


হোয়াটসঅ্যাপে আরও একটি নতুন ফিচার চালু হতে চলেছে 


হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এই নতুন ফিচারের লক্ষ্য হল ইউজারদের সাহায্য করা যাতে তাঁরা কোনওভাবে প্রতারিত না হন। আমাদের সকলের হোয়াটসঅ্যাপেই প্রতিদিন অসংখ্য ছবি ফরোয়ার্ড হয়। এইসব ছবির মাধ্যমে কেউ যাতে আপনার সঙ্গে প্রতারণা করতে না পারে, আপনি যাতে কোনও সমস্যা সম্মুখীন না হন, সর্বোপরি শেয়ার হওয়া এইসব ছবির সত্যতা যাতে যাচাই করে নেওয়া যায় সেই জন্যই চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার। প্রথমে বিটা টেস্টারদের ক্ষেত্রে পরীক্ষা করা হবে এই নতুন ফিচারের কার্যকারিতা। তারপর রোল আউট হবে ইউজারদের জন্য। হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি দেখার সময় অ্যাপের অপশন মেনুতেই ওই ছবির অথেনটিসিটি বা সত্যতা যাচাইয়ের পথ পেয়ে যাবেন ইউজাররা। 


আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন সিরিজ, কী কী ফোন লঞ্চ হতে পারে ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।