Realme Phones: রিয়েলমির নতুন সিরিজ (Realme Smartphone Series) লঞ্চ হতে চলেছে ভারতে। তবে এবছর নয়, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে। রিয়েলমি ১৪ প্রো সিরিজ (Realme 14 Pro Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী বছর জানুয়ারি মাসে। এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৪ প্রো (Realme 14 Pro) এবং রিয়েলমি ১৪ প্রো প্লাস (Realme 14 Pro Plus) - এই দুই ফোন। আগামী বছর জানুয়ারি মাসে লঞ্চের কথা শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। আগে শোনা গিয়েছিল ফেব্রুয়ারি মাসে রিয়েলমি ১৪ সিরিজ ভারতে লঞ্চ হবে। তবে পরে শোনা যায় এই স্মার্টফোন সিরিজ জানুয়ারিতে লঞ্চ হবে। রিয়েলমি ১৩ প্রো এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস - এই দুই ফোনের সাকসেসর হিসেবে রিয়েলমি ১৪ প্রো এবং রিয়েলমি ১৪ প্রো প্লাস লঞ্চ হতে চলেছে। আগের দুই ফোনের মতো দাম হতে চলেছে এই দুই মডেলের। তেমনটাই শোনা গিয়েছে। অনুমান, রিয়েলমি ১৪ প্রো এবং রিয়েলমি ১৪ প্রো প্লাস- এই দুই ফোনের দাম ৩০ হাজার টাকার আশপাশে হবে বলে শোনা গিয়েছে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকতে চলেছে এই দুই ফোনে। 


রিয়েলমির আরও একটি ফোন নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে 


রিয়েলমি জিটি ৭ প্রো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেছে রিয়েলমি সংস্থা। জানা গিয়েছে, আগামী ২৬ নভেম্বর দুপুর ১২টায় রিয়েলমির এই ফোন লঞ্চ হবে। চিনে এবং গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই রিয়েলমি জিটি ৭ প্রো ফোন লঞ্চ হয়েছে। এবার ভারতেও আসছে এই ফোন। রিয়েলমি জিটি ৬ প্রো ফোন- এই বছর ২০ জুন লঞ্চ হয়েছিল ভারতে এবং চিনে। এই ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন। জানা গিয়েছে, কোয়ালকমের লেটেস্ট মোবাইল প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ এলিট থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও থাকবে একাধিক এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার। রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের ক্যামেরার সাহায্যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে। অর্থাৎ জলের তলায় ছবি তোলা যাবে এই ফোনের ক্যামেরার সাহায্যে। 


আরও পড়ুন- বছরের শেষ মাসেই ভারতে আসছে আইকিউওও ১৩ ফোন, নতুন মডেলে কী কী ফিচার থাকবে ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।