WhatsApp Features: হোয়াটসঅ্যাপে ইউপিআই পেমেন্ট (WhatsApp UPI Payment) পরিষেবা ভারতের জন্য অনেক আগেই চালু হয়েছে। এবার আন্তর্জাতিক (WhatsApp INternational UPI Payment) ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের ইউপিআই পেমেন্ট ফিচারের সাহায্যে আর্থিক লেনদেন সম্ভব হবে বলে শোনা গিয়েছে। খুব তাড়াতাড়ি এই নতুন পরিষেবা চালু হতে চলেছে। তবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। হোয়াটসঅ্যাপে ইউপিআই পেমেন্ট পরিষেবা বেশ কয়েকবছর ধরেই চালু রয়েছে। কিন্তু তাও ভারতের অন্যান্য জনপ্রিয় ইউপিআই অ্যাপ যেমন গুগল পে, ফোন পে এমনকি পেটিএম- এর সঙ্গে সেভাবে পাল্লা দিতে পারছে না হোয়াটসঅ্যাপের ইউপিআই পেমেন্ট পরিষেবা। আর তাই জনপ্রিয়তা পেতে এখন নিত্যনতুন সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারই একটি নতুন উদাহরণ হতে চলেছে হোয়াটসঅ্যাপের ইউপিআই পেমেন্ট পরিষেবার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আর্থিক লেনদেন করা।


এক্স মাধ্যমের একটি পোস্ট থেকে (AssembleDebug) এই বিষয়টি সামনে এসেছে। এক টিপস্টার দু'টি স্ক্রিনশট শেয়ার করেছেন তাঁর এক্স মাধ্যমের পোস্টে। সেখানে দেখা গিয়েছে, আন্তর্জাতিক পেমেন্টের জন্য একটি আলাদা অপশন থাকবে মেনুতে। সেটি উপরে-নীচে করে অন-অফ করা যাবে। এই ইন্টারন্যাশনাল পেমেন্ট অপশন চালু বা অন থাকলে ইউজারদের সামনে একটি অন্য নতুন পেজ খুলে যাবে। সেখানে দেখা যাবে ভারতীয় ইউজারদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের আন্তর্জাতিক ইউপিআই পেমেন্টের বিষয়টি ব্যবসায়িক ক্ষেত্র এবং কর্মসূত্রেই সীমাবদ্ধ রয়েছে। এর পাশাপাশি দেশের ক্ষেত্রেও সীমাবদ্ধতা থাকছে। অর্থাৎ যেসব দেশে ইউপিআই সাপোর্ট রয়েছে সেখানেই হোয়াটসঅ্যাপের এই ফিচার কাজ করবে। 



এখনও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার কীভাবে কাজ করবে সেই প্রসঙ্গে বিশদে কিছু জানা যায়নি। শুধু এক্স মাধ্যমে ওই টিপস্টারের পোস্টে থাকা স্ক্রিনশট দেখে বোঝা গিয়েছে, ইউজার নিজের চার অথবা ছয় ডিজিটের ইউপিআই পিন নম্বরের সাহায্যে হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক পেমেন্টের অপশন অ্যাক্টিভ করতে পারবেন। তিনমাস পর্যন্ত এই পেমেন্ট পাঠানো যাবে এমন ইঙ্গিতও পাওয়া গিয়েছে ওই পেজে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আপনাআপনি পাঠানো যাবে এইচডি ছবি-ভিডিও, নতুন সুবিধা আসছে ইউজারদের জন্য