WhatsApp Features: হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে একটি নতুন আপডেট (WhatsApp New Update)। আগেই শোনা গিয়েছিল হোয়াটসঅ্যাপে যুক্ত হবে 'ফেভারিটস' (WhatsApp Favourites Feature)। এর সাহায্যে পছন্দের কনট্যাক্ট 'ফেভারিটস' বিভাগে যুক্ত করে রাখতে পারবেন ইউজাররা (WhatsApp New Feature)। তাহলে দরকারের সময় সহজে এইসব কনট্যাক্ট খুঁজে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ চ্যাট হোক বা হোয়াটসঅ্যাপ কল- সবক্ষেত্রেই কাজে লাগবে এই 'ফেভারিটস' ফিচার। যাঁদের সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনি নিয়মিত কথা বলেন বা ফোন করেন অনেক সময়েই প্রচুর মেসেজের ভিড়ে সেইসব চ্যাটবক্স হারিয়ে যায়। তখন আবার সার্চ করে বের করতে হয়। এটা যেমন সময়সাপেক্ষ ব্যাপার, তেমনই দরকারের সময় অসুবিধাতেও পড়তে পারেন ইউজাররা। তাই হোয়াটসঅ্যাপে এই 'ফেভারিটস' ফিচার চালু হওয়ায় ইউজাররা অনেক সুবিধাই পাবেন।


এর আগে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে অল, আনরেড এবং গ্রুপ ফিল্টার। অনেক মেসেজের ভিড়ে কাজের প্রয়োজনীয় মেসেজ যাতে হারিয়ে না যায় সেই জন্যই এই ফিল্টার চালু করা হয়েছে। আনরেড বিভাগে না পড়া মেসেজ এবং গ্রুপ বিভাগে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে আসা মেসেজ থাকবে। আর অল এই বিভাগে হোয়াটসঅ্যাপের যাবতীয় ফিচার পাওয়া যাবে। এই সুবিধার পর ইউজারদের জন্য পছন্দের কনট্যাক্ট ফেভারিট লিস্টে যুক্ত করার ফিচারও চালু করল হোয়াটসঅ্যাপ। 


হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সলেট 


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে আগামী দিনে যুক্ত হতে চলেছে চ্যাট ট্রান্সলেটর। এই ফিচার ভিন্ন ভাষায় হোয়াটসঅ্যাপের মেসেজ ট্রান্সলেট করবে। কথোপকথন চলাকালীনই ট্রান্সলেট করা সম্ভব হবে মেসেজ। হোয়াটসঅ্যাপে এই নয়া ফিচার চালু হয়ে গেলে কথোপকথনের সময়েই ইনস্ট্যান্ট চ্যাট বা মেসেজ ট্রান্সলেট হয়ে যাবে। তার ফলে ইউজাররা সাবলীল ভাবে কথোপকথন চালিয়ে যেতে পারেন নিজেদের পছন্দের ভাষায়। স্বচ্ছন্দ্য বোধ করবেন তাঁরা। তবে হোয়াটসঅ্যাপের এই ফিচার নিয়ে এখন সবে কাজকর্ম শুরু হয়েছে। তাই হোয়াটসঅ্যাপের সব ইউজারদের জন্য এবং সমস্ত মাধ্যমে এই ফিচার চালু হতে এখনও কিছুটা দেরি রয়েছে বলেই অনুমান। 


হোয়াটসঅ্যাপে ইউজারদের জন্য চালু হচ্ছে নতুন অ্যালার্ট 


হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে অ্যাপে কাউকে আপনি চ্যাটে ছবি কিংবা ভিডিও পাঠাতে গেলে যদি তা আটকে যায় অর্থাৎ মাঝপথে কোনও কারণে থেমে যায় তাহলে তা অ্যালার্টের মাধ্যমে ইউজারদের জানানো হবে। কিছু বিটা টেস্টারদের জন্য এই ফিচার ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে। আগামী দিনে সমস্ত ইউজারদের জন্য চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের এই অ্যালার্ট। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info জানিয়েছে আপাতত এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। অতএব সব মাধ্যমে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে এখনও কিছুদিন সময় লাগবে। আপাতত আইওএস ভার্সানে এই ফিচার চালু হবে বলে শোনা গিয়েছে। অনুমান আগামী দিনে অ্যান্ড্রয়েড ভার্সানেও এই ফিচার চালু হবে। 


আরও পড়ুন- মোটো জি৮৫ ৫জি ফোন কেনার সময় কী কী অফার পাবেন, কতটা কম দামে কেনা যাবে এই ফোন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।