Moto G85 5G Price And Offers: ভারতে মোটো জি৮৫ ৫জি ফোনের (Moto G85 5G) বিক্রি শুরু হয়েছে। মোটোরোলা ইন্ডিয়ার (Motorola India) ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। মোটো জি৮৫ ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপএট। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির pOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও মোটো জি৮৫ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এর পাশাপাশি মোটোরোলা 'জি' সিরিজের এই ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ভারতে মোটো জি৮৫ ৫জি ফোনের দাম কত এবং কেনার সময় ক্রেতারা কী কী অফার পাবেন
এই ফোনের বেস মডেল যা ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ১৭,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল রয়েছে যার দাম ১৯,৯৯৯ টাকা। অলিভ গ্রিন, কোবাল্ট ব্লু এবং আরবান গ্রে - এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৮৫ ৫জি ফোন।
ক্রেতাদের জন্য রয়েছে ১০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে মোটো জি৮৫ ৫জি কিনলে এই ছাড় পাওয়া যাবে। এছাড়াও ক্রেতারা হয় ব্যাঙ্ক ডিসকাউন্ট নয় এক্সচেঞ্জ বোনাস পাবেন ১০০০ টাকার। এক্সচেঞ্জ অফারের ক্ষেত্রে পুরনো ফোনের পরিবর্তে নয়া মডেল কেনা যাবে। পুরনো ফোন কী অবস্থায় রয়েছে তার উপর ছাড়ের পরিমাণ নির্ভর করবে। ১০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেলে মোটো জি৮৫ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম কমে হবে ১৬,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম কমে হবে ১৮,৯৯৯ টাকা।
এক্সচেঞ্জ অফার হিসেবে ক্রেতারা পেতে পারেন ১৭,৩০০ টাকা পর্যন্ত। এর পাশাপাশি ৯ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআইয়ের ব্যবস্থাও রয়েছে। প্রতি মাসে ১৮৮৯ টাকা কিস্তি দিতে হবে ইএমআইয়ের জন্য। এছাড়াও রিলায়েন্স জিও ইউজাররা ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
আরও পড়ুন- তিনবার ফোল্ড করা যাবে একটি ফোন ! থাকতে পারে ১০ ইঞ্চির ডিসপ্লে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।