WhatsApp Status: হোয়াটসঅ্যাপ (WhatsApp) আপনার সবচেয়ে প্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App)। ঘনঘন হোয়াটসঅ্যাপ স্টেটাসে (WhatsApp Status) শেয়ার করেন ছবি, শর্ট ভিডিও। তাহলে আপনার জন্য সুখবর এনেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখলে যদি কারও ভাল লাগে তাহলে তিনি এবার থেকে লাইক রিঅ্যাকশন দিতে পারবেন। এমনই একটি ফিচার নিয়ে আপাতত কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ইনস্টাগ্রাম স্টোরিতে যেমন হার্ট ইমোজি দিয়ে ইউজাররা রিঅ্যাকশন দেওয়া যায়, তেমনই হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা ছবি, ভিডিওতেও এবার থেকে লাইক রিঅ্যাকশন দিতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি এবং ভিডিও শেয়ার করা যায় ২৪ ঘণ্টার জন্য। অর্থাৎ হোয়াটসঅ্যাপ স্টেটাসে ২৪ ঘণ্টা স্থায়ী হয় শেয়ার করা ছবি এবং ভিডিও।


ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকেও সিঙ্গল ট্যাপ করে স্টোরিতে থাকা ছবি, ভিডিওতে রিঅ্যাক্ট করা যায়। এবার তেমন ফিচারই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। এখন হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই ফিচার উপলব্ধ রয়েছে। আগামী দিনে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হবে। হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৪.১৭.২১ ভার্সানে এই ফিচার দেখা গিয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামে রয়েছে হোয়াটসঅ্যাপের এই ভার্সান। সেখানে হার্ট আইকন দেখা গিয়েছে স্ক্রিনের নীচের ডানদিকের কোণে, রিপ্লাই বারের পাশে। এটি দিয়েই হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিঅ্যাকশন দেওয়া যাবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ভার্সানেও হোয়াটসঅ্যাঅএর এই নতুন ফিচার চালু হবে। তবে নিশ্চিত কোনও দিনক্ষণ জানা যায়নি। 


হোয়াটসঅ্যাপে অজানা অচেনা নম্বর থেকে স্প্যাম মেসেজ এলে তা ব্লক করবে খোদ হোয়াটসঅ্যাপ অ্যাপ 


আপনার হোয়াটসঅ্যাপে যদি অজানা, অচেনা নম্বর থেকে আপত্তিকর মেসেজ আসে যাকে স্প্যাম মেসেজ বলা হয়, সেগুলি ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ অ্যাপ নিজেই। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই তথ্য জানিয়েছে। আরও সরল ভাষায় বললে আপনার হোয়াটসঅ্যাপে অজানা, অচেনা নম্বর থেকে মেসেজে এলে তা ব্লক করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মূলত ইউজারদের নিরাপত্তা, অ্যাকাউন্টের গোপনীয়তার স্বার্থেই হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার চালু হতে চলেছে। আজকাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার ফাঁদ বাড়ছে। তাই সতর্কতা স্বরূপ নতুন প্রাইভেসি ফিচার লঞ্চ করতে চলেছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ সংস্থা। 


আরও পড়ুন- ভারতে আসছে মোটোরোলার নতুন ৫জি ফোন, একসঙ্গে কানেক্ট করা যাবে দুই ডিভাইসে 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।