WhatsApp Features: হোয়াটসঅ্যাপের (WhatsApp App) মাধ্যমে শুধুই যে চ্যাট করা যায় তা কিন্তু নয়। হোয়াটসঅ্যাপে মেসেজ (WhatsApp Features) পাঠানোর পাশাপাশি সমানভাবে জনপ্রিয় এই অ্যাপের অডিও এবং ভিডিও কল পরিষেবা। এছাড়াও রয়েছে ছবি এবং ভিডিও পাঠানোর সুবিধা। হোয়াটসঅ্যাপের এই মিডিয়া ফাইল শেয়ারের (WhatsApp Media File Sharing) ফিচার সম্পর্কে একটি নতুন আপডেট যুক্ত করতে চলেছে সংস্থা। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে অ্যাপে কাউকে আপনি চ্যাটে ছবি কিংবা ভিডিও পাঠাতে গেলে যদি তা আটকে যায় অর্থাৎ মাঝপথে কোনও কারণে থেমে যায় তাহলে তা অ্যালার্টের মাধ্যমে ইউজারদের জানানো হবে। কিছু বিটা টেস্টারদের জন্য এই ফিচার ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে। আগামী দিনে সমস্ত ইউজারদের জন্য চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের এই অ্যালার্ট।
প্রসঙ্গত উল্লেখ্য, আগে হোয়াটসঅ্যাপে ছবি কিংবা ভিডিও পাঠাতে গেলে ওই মিডিয়া ফাইলের গুণমান নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সেই সমস্যা অনেকদিন আগেই সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও পাঠানো যায়। তার জন্য অবশ্যই ডেটা বেশি খরচ হয়। কোনও ইউজার চাইলে এইচডি কোয়ালিটির পরিবর্তে সাধারণ গুণমানের ছবি এবং ভিডিও-ও পাঠাতে পারেন। মিডিয়া ফাইল পাঠানোর আগে তা কোন ধরনের কোয়ালিটিতে আপনি পাঠাতে চাইছেন তা বেছে নেওয়ার সুযোগ দেয় হোয়াটসঅ্যাপ সংস্থা। আর এবার কোনও মিডিয়া ফাইল হোয়াটসঅ্যাপে পাঠানোর সময় যদি মাঝপথে তা থেমে যায় বা পজ হয় তাহলে ইউজার যাতে সেটা বুঝতে পারেন সেইজন্য তাঁকে অ্যালার্ট বা নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করা হবে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info জানিয়েছে আপাতত এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। অতএব সব মাধ্যমে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে এখনও কিছুদিন সময় লাগবে। আপাতত আইওএস ভার্সানে এই ফিচার চালু হবে বলে শোনা গিয়েছে। অনুমান আগামী দিনে অ্যান্ড্রয়েড ভার্সানেও এই ফিচার চালু হবে। হোয়াটসঅ্যাপে কোনও ছবি কিংবা ভিডিও পাঠানোর সময় যদি তা আটকে যায় তাহলে তৎক্ষণাৎ অর্থাৎ রিয়েল টাইম স্টেটাস নোটিফিকেশন অ্যালার্টের মাধ্যমে ইউজারদের জানানো হবে। দুর্বল ইন্টারনেট পরিষেবা, হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য অ্যাপে ঢুকে পড়া, ফোন হ্যাং হয়ে যাওয়া ও আরও একাধিক কারণে হোয়াটসঅ্যাপে ছবি কিংবা ভিডিও পাঠানোর সময় তা থেমে যেতে পারে অর্থাৎ পজ হয়ে যেতে পারে।
আরও পড়ুন- সিএমএফ ফোন ১ মডেলে কী কী ফিচার অবশ্যই থাকবে, জেনে নিন লঞ্চের আগেই
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।