WhatsApp Features: হোয়াটসঅ্যাপের ভয়েস নোট (WhatsApp Voice Note) বেশ জনপ্রিয় ফিচার। যাঁরা বেশি মেসেজ লিখতে পছন্দ করেন না, তাঁরা ভয়েস রেকর্ড করে মেসেজ পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের এই ফিচারের (WhatsApp Feature) সাহায্যে। এবার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইউজারদের নতুন সুবিধা দিচ্ছে যার সাহায্যে ভয়েস নোট টেক্সট হিসেবে পড়া যাবে ফোনের স্ক্রিনেই। হোয়াটসঅ্যাপের এই ট্রান্সক্রিপ্ট ফিচার (WhatsApp Transcript Feature) আসলে একটি সহজ উপায় যার সাহায্যে অডিও চ্যাটে যা যা রয়েছে হুবহু তার একটি টেক্সট নোট পাওয়া যাবে। অর্থাৎ সময় বাঁচাতে কিংবা লিখতে ইচ্ছে না করলে হোয়াটসঅ্যাপে আপনি কথোপকথন ভয়েস রেকর্ড করতে পারবেন এবং ট্রান্সক্রিপ্ট ফিচারের মাধ্যমে তার টেক্সট নোট পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের এই ট্রান্সক্রাইব ফিচার কবে লঞ্চ হবে তা নিয়ে আলোচনা অনেকদিন ধরেই চলছে। অবশেষে অ্যান্ড্রয়েড ভার্সানে ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের ট্রান্সক্রাইব ফিচার চালু হয়েছে। 


হোয়াটসঅ্যাপের ভয়েস নোট ট্রান্সক্রাইব ফিচার কাজ করবে হিন্দি এবং অন্য আরও অনেক ভাষায় 


হোয়াটসঅ্যাপ চ্যাটে এই ফিচার চালু হয়েছে এবং ইউজাররা অ্যাপের সেটিংসে গিয়ে এই ফিচার চালু করতে পারবেন। একটি ভয়েস মেসেজ ট্রান্সক্রাইব করার অপশন ম্যানুয়ালি চালু হবে। একবার আপনি এটা চালু করে দিলে ভয়েস নোটের একদম নীচে এই ফিচার লক্ষ্য করা যাবে। আপনাকে হোয়াটসঅ্যাপের তরফে জিজ্ঞেস করা হবে যে আপনি ওই নির্দিষ্ট ভয়েস নোট ট্রান্সক্রাইব করতে চান, নাকি চান না। যদি ইউজার অ্যাক্টিভ বাটনে ক্লিক করেন তাহলে ওই ভয়েস নোট থেকে টেক্সট ফাইল ডাউনলোড করে আপনার সামনে স্ক্রিনে হাজির করবে হোয়াটসঅ্যাপ সংস্থা। ভয়েস ফাইলের নীচে থাকবে তার টেক্সট ফাইল। এর সাইজ ৯০ এমবি- র আশপাশে থাকবে গড়ে। ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, পর্তুগিজ এবং রাশিয়ান এই ৫ ভাষায় আপাতত চালু হয়েছে হোয়াটসঅ্যাপের ট্রান্সক্রাইব ফিচার। 


হোয়াটসঅ্যাপ ইউজারনেম উইথ পিন 


এই ফিচারের মাধ্যমে ইউজার একটি চার ডিজিট পিন নম্বর অন্য ইউজারের সঙ্গে শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে যাঁর কাছে ওই পিন নম্বর থাকবে তিনিই আপনার ইউজারনেম খুঁজে পাবেন হোয়াটসঅ্যাপে। তার ফলে ইউজারদের নিরাপত্তা এবং গোপনীয়তা আরও বাড়বে। ইউজার বেছে নিতে পারবেন যে কে আপনাকে ইউজারনেম দিয়ে হোয়াটসঅ্যাপে খুঁজে পাবেন আর কে নয়। তবে এই ফিচার কবে হোয়াটসঅ্যাপে চালু হবে তা এখনও জানা যায়নি। কারণ এখন সবে কাজকর্ম শুরু হয়েছে এই ফিচার নিয়ে। 


আরও পড়ুন- নতুন ফোন লঞ্চ করতে চলেছে রেডমি, ফিচার থাকবে নজরকাড়া, দাম থাকবে সাধ্যের মধ্যেই 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।