Whatsapp Accidental Delete Feature: ইউজারদের জন্য দুর্দান্ত একটি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ (Whatsapp Features)। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের এই বিশেষ ফিচারের নাম 'অ্যাক্সিডেন্টাল ডিলিট' (Accidental Delete)। অনেকসময়েই আমরা ভুল করে এমন অনেক মেসেজ এমন অনেক ব্যক্তিকে পাঠিয়ে ফেলি যার জন্য পরে আমাদের সমস্যায় পড়তে হয়। ইউজারদের এই বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়ার জন্যেই হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার 'অ্যাক্সিডেন্টাল ডিলিট' লঞ্চ করেছে। বর্তমানে হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার জন্য দুটো অপশন পাওয়া যায়। একটি 'ডিলিট ফর মি', অন্যটি 'ডিলিট ফর এভরিওয়ান'। অনেকসময় ভুল করে আমরা 'ডিলিট ফর এভরিওয়ান' অপশন ক্লিক করার পরিবর্তে 'ডিলিট ফর মি' বেছে নিই। এক্ষেত্রে সেই মেসেজ ডিলিট হয় শুধুমাত্র সেন্ডারের জন্য। রিসিভার তখনও মেসেজ দেখতে পান এবং তা ডিলিট করার আর অপশন থাকে না। এই অসুবিধা দূর করার জন্যই এসেছে 'অ্যাক্সিডেন্টাল ডিলিট' ফিচার। নতুন ইউজারদের ক্ষেত্রে ইতিমধ্যেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দু'ক্ষেত্রেই এই ফিচার চালু করা হয়েছে।
মেসেজ ডিলিট করার ক্ষেত্রে 'ডিলিট ফর এভরিওয়ান'- এর বদলে 'ডিলিট ফর মি' অপশনে ক্লিক করে ফেললেও একটি আনডু অপশন পাবেন। ৫ সেকেন্ডের জন্য এই অপশন দেওয়া হবে। দ্রুততার সঙ্গে আনডু অপশনে ক্লিক করলে ফের মেসেজ ফিরে আসবে। তারপর আপনি 'ডিলিট ফর এভরিওয়ান' অপশন বেছে নিতে পারবেন। ইউজারদের জন্য হামেশাই নিত্য নতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ সংস্থা। এবার আসছে এই ফিচার। অনেক সুবিধাই পাবেন ইউজাররা।
গুগলেও আসছে নতুন ফিচার
হাতে লেখা প্রেসক্রিপশন পড়ে দেবে গুগল। সার্চ ইঞ্জিন জায়ান্ট চালু করতে চলেছে এক দারুণ ফিচার। শোনা যাচ্ছে, ডাক্তারদের হাতে লেখা প্রেসক্রিপশন অনায়াসে পড়ে দেওয়ার বন্দোবস্ত করতে চলেছে এই সার্চ ইঞ্জিন। অষ্টম Google for India ইভেন্টে এই নতুন ফিচারের কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যে, ডিজিটাইজ করা হবে ডাক্তারদের প্রেসক্রিপশন। এই ইভেন্টে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং মডেলের কথা ঘোষণা করেছে যা হাতে লেখা প্রেসক্রিপশন পড়তে পারবে। গুগলের বিশেষ Tool বা যন্ত্রাংশ প্রেসক্রিপশনে লেখা সমস্ত ওষুধের নাম চিনতে পারবে। প্রেসক্রিপশনের ছবি তুলে নিলেই তা পড়ে দিতে পারবে গুগলের স্পেশ্যাল ফিচার। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। দ্রুত চালু হবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন- হাতে লেখা প্রেসক্রিপশন পড়ে দেবে গুগল! আসছে নতুন ফিচার