Google Feature: হাতে লেখা প্রেসক্রিপশন (Doctor's Precription) পড়ে দেবে গুগল। সার্চ ইঞ্জিন জায়ান্ট (Search Engine Giant) চালু করতে চলেছে এক দারুণ ফিচার। প্রেসক্রিপশনে ডাক্তারদের হাতের লেখা পড়া এক দুর্বিসহ ব্যাপার। মজা করে অনেকেই বলেন, ওই হাতের লেখা কেবলমাত্র ওষুধের দোকানদাররাই বোধহয় পড়তে পারেন। অনেকক্ষেত্রেই বিষয়টা তাই-ই। ডাক্তারদের হাতে লেখা প্রেসক্রিপশন পড়ে উদ্ধার করা আমজনতার কাজ নয়। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, ভাল হাতের লেখা সমেত কোনও প্রেসক্রিপশনের ছবি প্রকাশ্যে এলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে এবার ইউজারদের জন্য দারুণ একটি ফিচার নিয়ে আসছে গুগল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, ডাক্তারদের হাতে লেখা প্রেসক্রিপশন অনায়াসে পড়ে দেওয়ার বন্দোবস্ত করতে চলেছে এই সার্চ ইঞ্জিন। অষ্টম Google for India ইভেন্টে এই নতুন ফিচারের কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যে, ডিজিটাইজ করা হবে ডাক্তারদের প্রেসক্রিপশন। এই ইভেন্টে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং মডেলের কথা ঘোষণা করেছে যা হাতে লেখা প্রেসক্রিপশন পড়তে পারবে। গুগলের বিশেষ Tool বা যন্ত্রাংশ প্রেসক্রিপশনে লেখা সমস্ত ওষুধের নাম চিনতে পারবে। প্রেসক্রিপশনের ছবি তুলে নিলেই তা পড়ে দিতে পারবে গুগলের স্পেশ্যাল ফিচার। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। দ্রুত চালু হবে বলে অনুমান করা হচ্ছে।
আরও কয়েকটি নতুন ফিচারের কথা জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। যেমন- বলা হয়েছে আগামী দিনে গুগল অ্যাপ যুক্ত যেসব অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসবে সেগুলোতে আগে থেকেই সেট করা থাকবে ডিজিলকার। এর মধ্যে যাবতীয় সরকারি এবং গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিত ভাবে সেভ করে রাখতে পারবেন ইউজাররা। National eGovernment Division (NeGD)- এর সঙ্গে যুক্ত হয়েছে গুগল চালু করতে চলেছে নতুন ফিচার। ডিজিটাল ডকুমেন্ট নিরাপদে সেভ করে রাখার জন্যই আসছে এই ডিজিলকার। এর পাশাপাশি আবার বলা হয়েছে সার্চ জায়ান্ট গুগলের নতুন মাল্টিসার্চ ফিচারের মাধ্যমে ইউজাররা একটি ছবি বা স্ক্রিনশট দিয়ে তার সঙ্গে টেক্সট যোগ করে কোনও জিনিস জানার সুযোগ পাবেন। এখানে গুগল অ্যাপ ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে পারবেন ইউজাররা। পাশাপাশি ব্যবহার করা যাবে কোনও স্ক্রিনশট। বর্তমানে ভারতে এই ফিচার চালু রয়েছে। আপাতত ইংরেজিতেই ব্যবহার করা যায় এই ফিচার। আগামী বছর অন্যান্য ভারতীয় ভাষা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। অনুমান করা হচ্ছে শুরু হবে হিন্দি ভাষার মাধ্যমে।
আরও পড়ুন- ট্যুইটার থেকে পদত্যাগ করছেন এলন মাস্ক ? নিজেই করলেন প্রশ্ন