Whatsapp Features: হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সম্প্রতি অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) ভার্সানে বেশ কিছু নতুন ফিচার লঞ্চ করেছে। উইন্ডোজ (WIndows) ভার্সানেও যুক্ত হয়েছে বেশ কয়েকটি আপডেট। সম্প্রতি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানের ইউজাররা ভিডিও মেসেজ শেয়ার করতে পারবেন। ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও শেয়ার করা যাবে। মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ সংস্থা ইউজারদের সুবিধার জন্য প্রায়ই নতুন ফিচার লঞ্চ করে। এবার আইওএস ভার্সানে চালু হচ্ছে নতুন ফিচার। আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের আইওএস ইউজারদের জন্য নতুন এই ভিডিও মেসেজ শেয়ারিং ফিচার নিয়ে কাজকর্ম করছে। ইউজাররা নিজেদের কনট্যাক্ট লিস্টে থাকা শর্ট ভিডিও মেসেজ পাঠাতে পারবেন এই নতুন ফিচার চালু হয়ে গেলে। 


WAbetainfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ সংস্থা এই নতুন ভিডিও মেসেজ ফিচার নিয়ে শেষ পর্যায়ের কাজকর্ম চালাচ্ছে। এই ফিচারের সাহায্যে খুব সহজেই ভিডিও মেসেজ পাঠানো যাবে। চ্যাট বক্সের মাইক আইকনে ক্লিক করে যেভাবে অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠানো হয়, এখানেও বিষয়টা তেমনই। তবে এখানে ক্যামেরা বাটনে ক্লিক করে এই শর্ট ভিডিও পাঠানো যাবে। টেলিগ্রামেও রয়েছে এই ভিডিও নোট শেয়ার করার ফিচার। 


হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার


উইন্ডোজ ভার্সানে ব্যবহার হওয়া হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপের সাম্প্রতিক ভার্সান দ্রুত গতিতে লোড হবে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই ভার্সানে গ্রুপ অডিও এবং ভিডিও কলের (Group Video or Audio Call) ক্ষেত্রেও বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে এই আপডেটে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে উইন্ডোজ ভার্সানের হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে ইউজাররা এখন আগের তুলনায় বেশি সংখ্যক মানুষকে গ্রুপ কলে যুক্ত করতে পারবেন। এছাড়াও এই মাধ্যমে যুক্ত হয়েছে মাল্টি ডিভাইস কেপেবিলিটি। অর্থাৎ একসঙ্গে অনেক ডিভাইস যুক্ত করার সুবিধা। সেক্ষেত্রে দ্রুত গতিতে ডিভাইস লিঙ্কিং এবং বিভিন্ন ডিভাইসের মধ্যে সিঙ্কিং বা যোগসূত্র ঠিক রাখা আগের থেকে ভাল হয়েছে। মেটা জানিয়েছে, উইন্ডোজ ভার্সানে গ্রুপ ভিডিও কলের ক্ষেত্রে এখন ৮ জন পর্যন্ত ইউজারকে একসঙ্গে যুক্ত করা যাবে। অডিও গ্রুপ কলের ক্ষেত্রে এই ইউজারের সংখ্যাটা ৩২ জন। ইউজার সংখ্যার এই সীমাও আগামী দিনে আরও বাড়ানে হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এখানেও এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে মেসেজ, মিডিয়া, কল এই সবই সুরক্ষিত থাকে। মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটারের মতোই এখানেও ইউজারদের তথ্য সুরক্ষিত থাকে। 


আরও পড়ুন- নতুন ভ্যারিয়েন্টে ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন, দাম কত হতে পারে?