মুম্বই: সূত্র মারফত খবর শোনা গিয়েছিল আগেই। এবার খোদ কিং খান সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন নিজের আগামী ছবির নাম ও মুক্তির তারিখ। জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কী নাম নতুন ছবির? কবে মুক্তি পাচ্ছে এই ছবি? জানালেন সবই।


রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ খান


'মুন্নাভাই এমবিবিএস', 'পিকে', 'সঞ্জু' একের পর এক দুর্দান্ত ছবি তৈরি হয়েছে রাজকুমার হিরানির হাত ধরে। আর এবার তাঁর  ছবিতে দেখা যাবে বাদশাহকে। 


মঙ্গলবার বিকেলের দিকে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন শাহরুখ। যেখানে আপ্লুত নয়নে তাঁকে রাজকুমারের বিভিন্ন ছবির প্রশংসা করতে শোনা যায়। সেখানেই পরিচালকের কাছে আবদার করেন কিং খান, যে তাঁর জন্য কোনও স্ক্রিপ্ট আছে না কি। 


রাজকুমার জানান যে স্ক্রিপ্ট তো আছেই, সঙ্গে তাতে থাকবে কমেডি, ইমোশন, রোম্যান্স সবই। মজা করে বলেন, দু হাত তুলে তাঁর সিগনেচার স্টেপ যদিও করা যাবে না। তাতেই রাজি কিং খান। 


ছবির নাম? 'ডাঙ্কি' (Dunki)। ডঙ্কি অর্থাৎ গাধা নয়, ডাঙ্কি! শুনে একটু ইতস্তত করলেও রাজকুমার হিরানি যা ছবিই দেবেন তাতেই রাজি হয়ে গেলেন শাহরুখ খান।


 






আর এই রাজি হওয়াতেই অপেক্ষার অবসান অনুরাগীদের। মজার এই ভিডিও পোস্ট করে এদিন শাহরুখ ক্যাপশনে লেখেন, 'প্রিয় রাজকুমার হিরানি স্যর, আপনি তো আমার সান্তা ক্লজ। আপনি শুরু করুন, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। আসলে আমি তো সেটেই থাকতে শুরু করে দেব। আপনার সঙ্গে অবশেষে কাজ করতে পেরে আমি আপ্লুত ও অভিভূত। আপনাদের সকলের জন্য নিয়ে আসছি 'ডাঙ্কি', প্রেক্ষাগৃহে ২২ ডিসেম্বর ২০২৩।' ছবিতে তাপসী পান্নুকেও (Taapsee Pannu) অভিনয় করতে দেখা যাবে। 


ভিডিও পোস্ট হতেই শুভেচ্ছাবার্তা ভরতে শুরু করেছে তাঁর পোস্ট। 


আরও পড়ুন: 'KGF: Chapter 2' Box Office Collection: পঞ্চম দিনে হিন্দি বলয়ে সর্বোচ্চ ব্যবসা 'কেজিএফ: চ্যাপ্টার ২' ছবির