Whatsapp Features: মেটা (Meta) অধিকৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) ইউজারদের জন্য একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ iMessage- এর মতো প্রোফাইল ফটো আনতে চলেছে গ্রুপ চ্যাটে (Group Chat Profile Picture)। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপে এই ফিচার চালু করার জন্য অনেকদিন ধরেই আবেদন জানিয়েছিলেন ইউজাররা। বহু প্রতীক্ষিত সেই ফিচারই লঞ্চ হতে চলেছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের জন্য প্রোফাইল ফটো ফিচার চালু হতে চলেছে। বিটা টেস্টারদের জন্য যখন এই ফিচার চালু হবে তখন গ্রুপের সমস্ত সদস্যদের মেসেজের সঙ্গে তাদের প্রোফাইল পিকচার বা ছবিও দেখা যাবে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে সদস্যরা যে মেসেজ করবেন, সেখানে তাদের প্রোফাইল পিকচার দেখা যাবে। আপাতত এই নতুন ফিচার নিয়ে কাজকর্ম করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই ফিচার ইউজাররা নিজে থেকে ডিসেবেল করতে পারবেন না। কারণ বাই ডিফল্ট হিসেবে এই ফিচার এনাবেল হয়েই থাকবে। তাই এই ফিচার চালু বা বন্ধ করার ক্ষেত্রে ইউজারদের কোনও হাত থাকবে না। আপাতত এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। কবে থেকে হোয়াটসঅ্যাপে এই ফিচার চালু হবে তা এখনও জানা যায়নি।


হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের জন্য সম্প্রতি আরও একটি নতুন ফিচার চালু করতে চলেছে মেটা অধিকৃত সংস্থা। এই ফিচারের নাম ‘Approve new participants’। এই ফিচারের মাধ্যমে অ্যাডমিনরা সিদ্ধান্ত নিতে পারবেন যে কে বা কারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন। এর ফলে হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিনদের পক্ষে গোপনীয়তা সুনিশ্চিত করার পাশাপাশি স্প্যাম মেসেজের পরিমাণ কমানোও সম্ভব হবে। হোয়াটসঅ্যাপের Android beta v2.22.18.9 ভার্সানে এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামে এই ভার্সান উপলব্ধ রয়েছে। এখনও এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।


হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন নতুন আরও একটি ফিচার চালু হয়েছে। এর সাহায্যে সদস্যরা একদম ‘সাইলেন্ট’ ভাবে অর্থাৎ চুপচাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে পারবেন। একমাত্র গ্রুপের অ্যাডমিন ছাড়া আর কেউই এই বিষয়ে টের পাবেন না।


ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এমন একটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে যার মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট গ্রুপে বা আসন্ন কমিউনিটির ক্ষেত্রে নিজের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সান 2.22.17.23- র বিটা আপডেটে নতুন এই ফিচার দেখা গিয়েছে। যেহেতু বর্তমানে এই ফিচার নিয়ে কাজ চলছে, তাই হোয়াটসঅ্যাপের এই ফিচার সব বিটা ইউজাররা দেখতে পাবেন না। 


আরও পড়ুন- ভারতে মোটো জি৭২ ফোন কবে লঞ্চ হতে পারে? দেখুন সম্ভাব্য স্পেসিফিকেশন