Moto G72: ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা ‘জি’ সিরিজের (Motorola G Series) নতুন স্মার্টফোন। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, মোটোরোলা জি৭২ (Moto G72) ফোন ভারতে লঞ্চ হতে পারে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হতে পারে মোটোরোলার এই নতুন ফোন। ফোনের অব্যবহৃত ইনবিল্ট স্টোরেজ ব্যবহার করে এই র‍্যামের পরিমাণ আরও ৪জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও মোটোরোলা জি৭২ (Moto G72 4G) ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। সেখানে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেলের সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। শোনা যাচ্ছে, এই ফোন ৪জি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে মোটো জি৭২ ৪জি ফোনে।


সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে মোটরোলা ‘জি’ সিরিজের দুটো ফোন মোটো জি৬২ এবং মোটো জি৩২। এই দুই ফোনের দাম।


ভারতে মোটো জি৬২ ৫জি ফোনের দাম


মোটোরোলা ‘জি’ সিরিজের এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। Frosted Blue এবং Midnight Grey- এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটো জি৬২ ৫জি ফোন। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।


ভারতে মোটো জি৩২ ফোনের দাম


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। এই একটিই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা ‘জি’ সিরিজের নতুন ফোন মোটো জি৩২। মিনারেল গ্রে এবং সাটিন সিলভার- এই দুই রঙে পাওয়া যাবে মোটোরোলার নতুন ফোন। এই মোটো জি৩২ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অন্যান্য প্রথম সারির অফলাইন দোকান থেকে।


মোটো জি৪২


এই দুই ফোনেরও আগে ভারতে লঞ্চ হয়েছিল মোটো জি৪২ ফোন। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। অ্যাটলান্টিক গ্রিন এবং মেটালিক রোজ- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৪২ ফোন। 


আরও পড়ুন- সম্ভবত আর কয়েকদিনের অপেক্ষা, ভারতে আসছে জিও-র ৫জি পরিষেবা, সঙ্গে জিওফোন ৫জি-ও