কলকাতা: হোয়াটসঅ্যাপ (Whatsapp)- বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ (Messaging App)। অনায়াসেই এই অ্যাপের সাহায্যে বিশ্বের একপ্রান্ত থেকে অন্যত্র মেসেজ পাঠিয়ে দেওয়া সম্ভব। শুধু টেক্সট মেসেজ নয়, অডিয়ো মেসেজ, ভয়েস রেকর্ড, ভয়েস ও ভিডিয়ো কল, এমনকি টাকা পাঠানোর সুযোগও রয়েছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আজকাল হামেশাই হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফিচারের (Whatsapp Features) পরিবর্তন হচ্ছে। সম্প্রতি শোনা গিয়েছে যে হোয়াটসঅ্যাপের নিয়মে দুটো পরিবর্তন সম্ভবত আসতে চলেছে। সেগুলো কী কী দেখে নেওয়া যাক।


হোয়াটসঅ্যাপে একজন ইউজার কতক্ষণ অনলাইন রয়েছেন, সেটা অন্য ইউজার দেখতে না পাওয়ার বন্দোবস্ত করা সম্ভব। কিন্তু এক্ষেত্রে এরকম কোনও অপশন নেই যেখানে বিষয়টা এমন হতে পারে যে আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কয়েকজন যাঁদের আপনি বেছে নেবেন, তাঁরা আপনার অনলাইন থাকার খুঁটিনাটি দেখতে পাবেন। অন্যদিকে, বাকিরা অর্থাৎ যাঁদের ওই নির্দিষ্ট ইউজার বেছে নেননি, তাঁরা অনলাইন থাকার স্ট্যাটাস দেখতে পাবেন না। অর্থাৎ অনলাইন স্ট্যাটাস দেখা বন্ধ করে দিলে সবার ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে। বর্তমানে সেই নিয়মই চালু রয়েছে। কিন্তু এবার সিলেক্টেড ইউজারদের জন্য এই ফিচার চালু হতে চলেছে।


এর পাশাপাশি শোনা যাচ্ছে, মেটা অধিকৃত মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের মেসেজ ডিলিট করার মেয়াদও বাড়াতে চলেছে। হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করার ক্ষেত্রে দুটো অপশন দেখতে পান ইউজাররা। ‘ডিলিট ফর এভরিওয়ান’ এবং ‘ডিলিট ফর মি’ এই দুটো অপশন দেখে যায়। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ‘ডিলিট ফর এভরিওয়ান’- এই অপশনের মেয়াদ ২ দিনের বেশি করতে চলেছে। তবে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি যে এই ফিচার আপডেট জনসাধারণের জন্য কবে থেকে চালু হতে চলেছে।


হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেট সংক্রান্ত খবর প্রকাশ করে WABetaInfo সংস্থা। তারাই হোয়াটসঅ্যাপ ফিচারের এই সমস্ত আপডেটের খবর জানিয়েছে। WhatsApp for Android beta 2.22.15.8- এই ভার্সানে হোয়াটসঅ্যাপ ফিচারের নতুন আপডেট সম্পর্কে জানা গিয়েছে। অর্থাৎ এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতো ইউজারের অনলাইন থাকার স্ট্যাটাসও নির্দিষ্ট ইউজারদের জন্য বন্ধ করা যাবে। অন্যদিকে কাউকে কোনও মেসেজ পাঠিয়ে ডিলিট করার মেয়াদ ২ দিনের বেশি করাস যাবে বলে শোনা গিয়েছে।


আরও পড়ুন- ব্লক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা যাবে 'আনব্লক', আসছে নতুন ফিচার