কলকাতা: নয়েজ ফ্লেয়ার এক্সএল ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোন (Noise Flair XL Neckband Earphone) লঞ্চ হল ভারতে। এই নেকব্যান্ড ইয়ারফোনে (Neckband Yearphone) রয়েছে এনভায়রনমেন্টাল সাউন্ড রিডাকশন টেকনোলজি (Environmental Sound Reduction Technology)। একবার চার্জ দিলে এই ইয়ারফোন প্রায় ৮০ ঘণ্টা পর্যন্ত কোনও ব্যাঘাত না ঘটিয়ে প্লেটাইম সাপোর্ট দিতে পারবে। এখানে রয়েছে ব্লুটুথ ভি৫.২ সাপোর্ট। এছাড়াও এই নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনে রয়েছে নয়েজ সংস্থার ট্রু বাস এবং হাইপার সিঙ্ক টেকনোলজি। এর ফলে ওই নেকব্যান্ড সম্প্রতি যে ডিভাইসের সঙ্গে যুক্ত হয়েছিল তার সঙ্গে অটোম্যাটিকালি এই নেকব্যান্ড যুক্ত হয়ে যাবে। তবে এর জন্য দুটো ইয়ারবাডসের আলাদা হওয়া প্রয়োজন।
ভারতে এই নেকব্যান্ডের দাম
নয়েজ ফ্লেয়ার এক্সএল নেকব্যান্ড ইয়ারফোনের দাম ভারতে ১৪৯৯ টাকা। ওয়্যারলেস এই ইয়ারফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং নয়েজ সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। বার্গেন্ডি রেড, জেট ব্ল্যাক, মিস্ট গ্রে এবং স্টোন ব্লু- এই চারটি রঙে লঞ্চ হয়েছে নয়েজের নতুন ইয়ারফোন।
একনজরে দেখে নেওয়া যাক এই ইয়ারফোনের বিভিন্ন ফিচার
১। ডুয়াল পেয়ারিং সিস্টেম রয়েছে এই ইয়ারফোনে। অর্থাৎ একইসঙ্গে দুটো ডিভাইসে এই ইয়ারফোনে যুক্ত হতে পারে।
২। নয়েজ ফ্লেয়ার এক্সএল নেকব্যান্ড ইয়ারফোনে ১০ মিলিমিটারে ড্রাইভার রয়েছে। তার সঙ্গে থাকছে এনভায়রনমেন্টাল সাউন্ড রিডাকশন টেকনোলজি। এর সাহায্যে ইউজারের আশপাশের সমস্ত অপ্রয়োজনীয় আওয়াজ কমে যায়। ইউজার খুব স্পষ্ট ভাবে ইয়ারফোনে কথা শুনতে পারবেন।
৩। ব্লুটুথ ভি৫.২ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারফোনে। এছাড়াও রয়েছে ইউএসবি টাইও-সি চার্জিং ফিচার। মাত্র ১০ মিনিট চার্জ দিলে প্রায় ১৫ ঘণ্টা পর্যন্ত এই ইয়ারফোনের প্লেব্যাক টাইম বজায় থাকে।
৪। নয়েজ ফ্লেয়ার এক্সএল ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন একটি IPX5 রেটিং প্রাপ্ত ডিভাইস। অর্থাৎ এই ইয়ারফোন সোয়েট বা ঘাম এবং ওয়াটার বা জলের ক্ষেত্রে রেজিসট্যান্ট ডিভাইস। শরীরচর্চার সময় অনায়াসেই এই ইয়ারফোন ব্যবহার করা সম্ভব হবে। কারণ ইউজার ঘেমে গেলেও ইয়ারফোন খারাপ হবে না। অন্যদিকে অসাবধানে জলে এই ইয়ারফোন পড়ে গেলেও ক্ষতি নেই, তা নষ্ট হবে না।
আরও পড়ুন- প্রিমিয়াম ফিনিস , দারুণ ফিচার, শাওমি নিয়ে এল এই নতুন স্মার্টওয়াচ