নয়াদিল্লি: এবার আর্কাইভ চ্যাটে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই নয়া ফিচার নিয়ে কাজ শুরু করে দিয়েছে কোম্পানি। আগে আর্কাইভ চ্যাটে নতুন মেসেজ এলেই খুলে যেত আর্কাইভ। এবার থেকে আর সেই পরিস্থিতি তৈরি হবে না।


প্রাথমিকভাবে আইফোন ইউজারদের জন্য এই প্রজেক্ট নিয়ে কাজ করছিল হোয়াটসঅ্যাপ। বিটা ভার্সনে চালানো হচ্ছিল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের এই নয়া ফিচার। তবে এখন অ্যান্ড্রয়েড অ্যাপের জন্যও দরজা খুলে দিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারে গ্রাহকদের চ্যাট করার আরও সুবিধা করে দিয়েছে কোম্পানি। যেখানে আর্কাইভ চ্যাট থ্রেডে নতুন মেসেজ এলে তা মেইন চ্যাট ফোল্ডারে দেখাবে না। যদিও আর্কাইভ চ্যাটের ফোল্ডারে গেলে সব মেসেজ দেখতে পারবেন গ্রাহক। আন-আর্কাইভ না করা পর্যন্ত আপনি মেইন চ্যাটে এই মেসেজগুলি দেখতে পারবেন না।


২০১৯ সালে প্রথম আর্কাইভ চ্যাট ফিচার নিয়ে কাজ শুরু করেছিল হোয়াটসঅ্যাপ। বিটাভার্সনে শুরু হয়েছিল এর টেস্টিং। যদিও পরবর্তীকালে তা তুলে নেয় কোম্পানি। সম্প্রতি নিজেদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে নতুন ফিচার নিয়ে মুখ খুলেছে কোম্পানি। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মেসেজিং অ্যাপে বেশকিছু নয়া ফিচার চাইছিলেন গ্রাহকরা। কোনও নতুন মেসেজ এলে মেইন চ্যাট লিস্টে আর্কাইভ চ্যাট দেখতে চাইছিলেন তাঁরা। তবে এই সবকিছুই আর্কাইভ ফোল্ডারে দেখতে চাইছিলেন গ্রাহকরা। তাদের চাহিদার কথা মাথায় রেখেই এই ফিচার যোগ করেছে কোম্পানি। সেই অনুয়ায়ী, নতুন মেসেজ পেলেও আর্কাইভ চ্যাট 'মিউটেড' থাকবে। 


ইতিমধ্যেই নয়া ফিচার আনার কারণ ব্যাখ্যা করেছে কোম্পানি। বিবৃতি দিয়ে হোয়াটসঅ্যাপ বলেছে, ''সব সময় সবকিছু আপনার কাছে ফ্রন্ট বা সেন্টারে থাকবে না। আমরা আপনাকে আশ্বস্ত করছি, এই অ্যাপ গ্রাহকের গোপনীয়তা ও সুরক্ষায় সব সময় গুরুত্ব দেবে। হোয়াটসঅ্যাপ একটা সুরক্ষিত প্লাটফর্ম, যেখানে আপনি পরিচিত বিশেষজন ছাড়াও গুরুত্বপূর্ণ গ্রাহকের সঙ্গে কথা বলেন।''


সম্প্রতি হোয়াটসঅ্যাপে আরও এক ফিচাররে বিষয়ে জানিয়েছে কোম্পানি। অনেক ক্ষেত্রে কাজের মাঝে রিং বেজে গেলেও ধরা যায় না হোয়াটসঅ্যাপ গ্রুপ কল। এবার সেই গ্রুপ ভয়েস বা ভিডিয়ো কল ফের ধরার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। একবার মিস হয়ে গেলেও গ্রুপ কল চলতে থাকলে ফের জয়েন করতে পারবেন আপনি। এ ক্ষেত্রে আপনাকে নতুন করে গ্রুপ কলে অ্যাড করাতে হবে না অ্যাডমিনকে। স্ক্রিনেই কোন গ্রুপ কল মিস গেছে তা দেখতে পারবেন গ্রাহক।