WhatsApp New Feature: এবার ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে গোপনীয়তা বজায় রাখতে নতুন বৈশিষ্ট্য দিতে চলেছে  হোয়াটসঅ্যাপ। অধীর আগ্রহে হোয়াটসঅ্যাপের এই ফিচারের জন্য অপেক্ষা করছে ইউজাররা। এই নতুন প্রাইভেসি ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের প্রোফাইল ফটো লুকিয়ে রাখতে পারবেন। কেবল নির্বাচিত কিছু ব্যক্তিই দেখতে পারবেন ইউজারের ছবি।


Whatsapp Latest Privacy Feature : কী রয়েছে নতুন ফিচারে ?


হোয়াটসঅ্যাপ ট্যুইট করে এই নতুন ফিচার সম্পর্কে তথ্য দিয়েছে। আগে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা প্রোফাইল ছবির প্রাইভেসি সেটিংসে Everyone, Nobody অপশন পেত। এবার তারা নতুন করে My Contacts অপশন পাবেন। যেখান থেকে ক্লিক করে কাদের প্রোফাইল ছবি দেখতে দেবেন, তা ঠিক করবেন ইউজার। 


WhatsApp Update: এর আগে কী সমস্যা ছিল ?
এর আগে আপনি যদি আপনার প্রোফাইল ফটো লুকিয়ে রাখতে চাইতেন, তাহলে হয় তার নম্বার ডিলিট করতে হোতো অথবা ছবিটি সরিয়ে দিতে হোতো। তা ছাড়াও সেই ব্যক্তিকে ব্লক করলে আর আপনার প্রোফাইল ছবি দেখা যেত না। এই ফিচারটি চালুর আগে যদি কারও যোগাযোগের নম্বর আপনার ফোনে সেভ করা থাকে, তাহলে সেই ব্যক্তি আপনার প্রোফাইল ফটো দেখতে পারতেন, কিন্তু এখন আর তা হবে না।


WhatsApp New Feature: গত সপ্তাহেই নতুন ফিচার
গত সপ্তাহেই হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড থেকে আইওএস-এ চ্যাট ট্রান্সফারের ফিচার নিয়ে এসেছে। যদিও এই ফিচারটি বর্তমানে বিটা টেস্টিং-এ রয়েছে। এটি শীঘ্রই প্রত্যেকের জন্য চালু করবে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের আওতায় ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট সহ সব ডেটা স্থানান্তর করতে অ্যান্ড্রয়েড ফোনে 'মুভ টু আইওএস' অ্যাপটি ডাউনলোড করতে হবে। তবেই আপনি সহজে এক ফোন থেকে অন্য ফোনে ডেটা পাঠাতে পারবেন।


আরও পড়়ুন : 5G Services in India: কলকাতার নাম নেই ? এই ১৩ শহরে আগে 5G পরিষেবা