Whatsapp Avatar: হোয়াটসঅ্যাপে ইউজারদের জন্য চালু হয়েছে নতুন ফিচার (Whatsapp Features)। ইউজাররা এবার থেকে নিজেদের অবতার তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজাররা যাতে নিজেদের আবেগ, অভিব্যক্তি আরও ভালভাবে বোঝাতে পারেন, তার জন্যই এই অবতার (Whatsapp Avatar) তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, এই মেসেজিং অ্যাপে নিজেদের অবতার তৈরি করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ প্রদত্ত ৩৬টি কাস্টম স্টিকারও ব্যবহারও করতে পারবেন ইউজাররা। একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অবতার বানানোর জন্য আগামী দিনে আরও কিছু স্টাইল যুক্ত করবে তারা। সেই তালিকায় থাকবে লাইটিং, শেডিং, হেয়ার স্টাইল টেক্সচার এবং আরও অনেক কিছু। আপাতত এই আপডেট হোয়ায়টসঅ্যাপ চলে এরকম সমস্ত ডিভাইসে চালু করে দিয়েছে কর্তৃপক্ষ। এর থেকে অনুমান করা যাচ্ছে, এই ফিচার আগামী দিনে খুব তাড়াতাড়ি সব ইউজারদের উপলব্ধ হবে। মেটা- র সিইও মার্ক জুকেরবার্গও ফেসবুকে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে তারা অবতার নিয়ে আসছেন। এবার থেকে চ্যাটে নিজের অবতার স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন ইউজাররা। সমস্ত অ্যাপে খুব তাড়াতাড়ি আরও স্টাইল আসতে চলেছে।
হোয়াটসঅ্যাপের অবতার কি প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করা যাবে?
হোয়াটসঅ্যাপ ইউজারদেরকে তাদের অবতার প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে দেবে। অর্থাৎ প্রোফাইল পিকচার বা ডিপি-তে ইউজার তার অবতার ব্যবহার করতে পারবেন।
বহু প্রতীক্ষার পর অবশেষে সুখবর হাজির হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে দুটো নতুন ফিচার (Whatsapp Features) চালু হতে চলেছে। হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে পিকচার ইন পিকচার মোড (Picture in Picture Mode)। জানা গিয়েছে, আইওএস বিটা (iOS Beta) ভার্সানে এই ফিচার চালু হবে। এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন, অন্যান্য অ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। এর মধ্যেই কিছু সংখ্যক আইওএস বিটা টেস্টার এই ফিচার দেখতে পেয়েছেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে খবর, যেসমস্ত ইউজার হোয়াটসঅ্যাপের লেটেস্ট iOS 22.24.0.79 বিটা ভার্সান আপডেট করেছেন, তাঁদের মধ্যে অনেকেই এই পিকচার ইন পিকচার ফিচার দেখতে পেয়েছেন। আগামী দিনে অন্যান্য সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হবে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের ভিডিও কলের জন্য এই পিকচার ইন পিকচার মোড অ্যান্ড্রয়েড ভার্সানে চালু রয়েছে। এবার আইওএস ভার্সানে চালু হওয়ার পালা।
এর পাশাপাশি শোনা গিয়েছে ইমোজি নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা গিয়েছে, নতুন ২১টি ইমোজি লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর পাশাপাশি ৮টি ইমোজি নতুন করে ডিজাইন করে আপডেটও করেছে তারা। হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সান যা প্লে স্টোরে উপলব্ধ সেখানে এই ইমোজি আপডেট পাওয়া যাবে।
আরও পড়ুন- এখনই নাথিং ফোন ২ লঞ্চের সম্ভাবনা নেই, জানালেন খোদ সংস্থার সিইও